27487. রাস্তার সামনের অবস্থা, রাস্তার পৃষ্ঠতল থেকে চালকের দৃষ্টির উচ্চতা ও রাস্তার উপরে অবস্থিত বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে-
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: SSD (Stopping Sight Distance): সড়কের উপর দিয়ে ডিজাইন গতিতে চলমান কোনো গাড়ি সড়কপৃষ্ঠে উপস্থিত কোনো স্থির বস্তুকে দেখলে যে দূরত্বে দেখলে সংঘর্ষ না ঘটিয়ে নিরাপদে থামতে পারে সেই দূরত্বকে থামার দৃশ্যমান দূরত্ব বলে। এটি সড়কের সম্মুখভাগের বৈশিষ্ট্য, রাস্তার পৃষ্ঠতল হতে চালকের দৃষ্টির উচ্চতা সড়কের উপরে অবস্থিত বস্তুর উচ্চতার উপর নির্ভর করে।