27540. সড়কে Super-elevation দিতে হয়- [R&H-01]
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: যখন দুটি সড়ক অনুভূমিক তলে কৌণিকভাবে মিলিত হয় তখন মিলনস্থলে যে বাঁক প্রয়োগ করা ক হয়, তাকে অনুভূমিক বাঁক (Horizontal curve) বলা হয়। সড়কে অনুভূমিক বাঁকে সুপার এলিভেশন প্রদান করলে সহজে, নিরাপদে এবং স্বচ্ছন্দে দিক পরিবর্তন করতে পারে। এজন্য Super elevation দিতে হয় Horizontal curve-এ।