Image
MCQ
2782. একটি ইলেকট্রিক ব্লক-এর জন্য কোন্ মোটরটি উপযুক্ত?
ডিসি শান্ট মোটর
ডিসি সিরিজ মোটর
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
2783. প্রচলিত লেড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড এর নাম-
নাইট্রিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
কার্বনিক অ্যাসিড
2784. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান একটি Loaded DC জেনারেটরের Brushes স্থানান্তর হবে-
Clockwise
counterclockwise
ক অথবা খ
কোনোটিই না
2785. নিম্নের কোন DC জেনারেটরের Voltage রেগুলেশন সবচেয়ে নিম্নতম?
Series
Shunt
Compound
Over compound
2788. একটি DC মোটরের Torque ও Current এর সম্পর্ক কোনটি?
Ta ∝ I a 2
Ta ∝ Ia
Ta ∝ 1a3
কোনোটিই নয়
2789. ডিজেল জেনারেটরে লেডঅ্যাসিড ব্যাটারি কী কারণে ব্যবহার করা হয়?
ইঞ্জিন চালনায়
অল্টারনেট এর ফিল্ড সাপ্লাই কাজে
উভয় প্রয়োজনে
আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণে
2790. কমুটেটর কীসের তৈরি?
তামার তৈরি
লোহার তৈরি
রুপার তৈরি
নিকেলের তৈরি
2791. একটি নির্দিষ্ট সময়কালের জন্য একটি ব্যাটারি যে পরিমাণ কারেন্ট প্রদান করতে পারে, তাকে বলা হয়।
ওয়াট-আওয়ার
ডিসচার্জ রেট
কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং
অ্যাম্পিয়ার-আওয়ার
2792. অ্যাম্পিয়ার আওয়ার টার্মটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট?
স্টোরেজ সেল
রেক্টিফায়ার
ট্রান্সফরমার
ইলেকট্রোম্যাগনেট
2793. পরিবর্তনশীল লস বলা হয়-
আর্মেচার কপার লস
ফিন্ড কপার লস
কোর লসকে
ইন্টারপোল ফিল্ড লসকে
2794. উইন্ডোজ লস নিচের কোনটির অন্তর্গত?
কপার লস
আয়রন লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
2795. নিচের কোনটিতে সিরিজ মোটর ব্যবহৃত হয় না?
ইলেকট্রিক ট্রেন
ট্রলিকার
ক্রেন
লেদমেশিন
2796. ডিসি শান্ট মোটরের স্পিড পরিবর্তন করার উপায় কোনটি?
আর্মেচার রেজিস্ট্যান্স পরিবর্তন
ফিল্ড রেজিস্ট্যান্স পরিবর্তন
টার্মিনাল ভোল্টেজ পরিবর্তন
সবগুলো
2798. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় কীভাবে?
অন্তর্দাহ্য ইঞ্জিনের সাহায্যে
স্টিম টারবাইনের সাহায্যে
গ্যাস টারবাইনের সাহায্যে
উপরের সবকয়টি
2800. জেনারেটরের ব্রাশ ও কমুটেটরে স্পার্ক দেখা দিলে সর্বপ্রথম দেখতে হবে-
ফিল্ড ওয়াইন্ডিং
ব্রাশের স্প্রিং
ইন্টারপোল ওয়াইন্ডিং
কোনোটিই নয়