EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2741. একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ৮ সেমি ও ৬ সেমি হলে, ক্ষেত্রফল কত বর্গ সেমি?
২৪
৪৮
৬০
১৪
ব্যাখ্যা: তথ্য: আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুনফল ক্ষেত্রফল = ১/২০৮৪ ৬ = ২৪ বর্গসেমি
2742. একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি সংখ্যাটি কত?
১০২
২০৪
৫২
৮৪
ব্যাখ্যা: ধরি সংখ্যাটি = x প্রশ্নমতে, x/2-x/3=17 => x /6 = 17 => x = 102 সুতরাং, সংখ্যাটি = ১০২
2743. কোনটি পর্তুগিজ শব্দ?
চাকু
ছুরি
চামচ
আলপিন
2745. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
রাঙাআলু
ভাঙাগড়া
রসরঙ্গ
বঙ্গভঙ্গ
2747. ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
৭২ টি
৫৩ টি
৫০ টি
৬৪ টি
ব্যাখ্যা: তথ্য: যৌথ নদী কমিশনের তথ্যমতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী-সংখ্যা ৫৪টি এবং বাংলাপিডিয়ার তথ্য মতে ৫৫টি। এখানে এখানে সঠিক উত্তর নেই।
2748. কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ?
বিলাতি
বিরতি
বিফল
বিকাল
2749. কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
৮%
১০%
১৫%
১২%
ব্যাখ্যা: তথ্য: একমাত্র গণিতে পাশ করেছে (৮০-৬০) % =২০% একমাত্র বাংলায় পাশ করেছে (৭০-৬০) % = ১০% মোট পাস = (৬০+২০+১০)%=৯০% উভয় বিষয় ফেল = (১০০-৯০)=১০%
2750. Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্যাংকক
কুয়ালালামপুর
টোকিও
ম্যানিলা
ব্যাখ্যা: তথ্য: ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬। এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলার অবস্থিত।
2753. বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?
মহাভারত
রামায়ন
শ্রীকৃষ্ণ কীর্তন
চর্যাপদ
ব্যাখ্যা: তথ্য: চর্যাপদ বাংলা ভাষায় প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নির্দশন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতম রচনা এটি।
2754. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
২৩০০ মিমি
২৪০০ মিমি
১৭০০ মিমি
২১০০ মিমি
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি বা ২০৩০ মিমি। এখানে সঠিক উত্তর নেই।
2755. নিচের কোন এককটি বড়?
মিটার
হেক্টোমিটার
ডেসিমিটার
ডেকামিটার
2756. What type of sentence 'Work or you will fail' is ?
a complex sentence
a compound sentence
an optative sentence
a simple sentence
2757. 'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
বুদ্ধদেব বসু
হুমায়ুন কবির
ব্যাখ্যা: তথ্য: বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকা বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা এবং কবিতা বিষয়ক আলোচনা জন্য চিরস্মরণীয়। তার সম্পাদিত আরো একটি পত্রিকা 'প্রগতি'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি যুক্ত ছিলেন 'বাসন্তিকা' পত্রিকা প্রকাশের সঙ্গে।
2759. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যা: তথ্য: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন- সাধুঃ তাহারা ভাত খাইতেছিল চলিতঃ তারা ভাত খাচ্ছিল