Image
MCQ
2721. ফ্লু গ্যাস হলো-
একপ্রকার জ্বালানি
একপ্রকার গ্যাস
একপ্রকার জ্বালানি নয়
গরম ধোঁয়া
2722. সকল জেনারেটরই এসি উৎপন্ন করে। তবে সরাসরি এসি পেতে হলে আর্মেচার কয়েলের সাথে ব্যবহার করতে হবে-
কমুটেটর
স্লিপ রিং
গ্রাম রিং
ব্রাশ
2724. থার্মাল পাওয়ার প্ল্যান্টে নিচের কোন কন্ডেন্সার ব্যবহার করা হয়?
সারফেস কন্ডেন্সার
ব্যারোমেটিক কন্ডেন্সার
লো-লেভেল কন্ডেন্সার
ইনজেক্টর কন্ডেন্সার
2725. ড্রামলেস বয়লারকে বলা হয়-
লোকোমোটিভ বয়লার
স্টারলিং বয়লার
বেনসন বয়লার
কর্নিশ বয়লার
2727. কন্ডেন্সার ব্যবহার করায় শূন্যতার সৃষ্টি হয়-
বয়লারে
স্টিম চেম্বারে
চুল্লিতে
টারবাইনে
2728. কম্বিনেশন ড্রাফট ব্যবহৃত হয়-
ফায়ার টিউব বয়লারে
বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে
ওয়াটার টিউব বয়লারে
বড় জেনারেটরে
2729. স্টিম টারবাইনকে ঘর্ষণের হাত হতে রক্ষা করে-
লুব্রিক্যান্টস
স্টিম
পানি
গ্যাস
2730. একটি সেলের সাথে ওহমের একটি রেজিস্ট্যান্স সংযোগ করলে এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পস্ কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। ওহম হলে ই.এম.এফহবে-
1.4V
IV
2.4V
5V
2732. ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়?
পরিষ্কার করার জন্য
মরিচা রোধের জন্য
ধাতুকে সুন্দর দেখার জন্য
ধাতুকে জোড়া দেওয়ার জন্য
2733. পাওয়ার প্ল্যান্টে কন্ডেন্সার ব্যবহার করলে-
জ্বালানি খরচ কম হয়
স্টিম খরচ কম হয়
পানি খরচ কম হয়
বাতাস কম লাগে
2734. একটি সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যত বেশি হবে-
ই.এম.এফ তত কম হবে
টার্মিনাল ভোল্টেজ তত কম হবে
ই.এম.এফ তত বেশি হবে
টার্মিনাল ভোল্টেজ তত বেশি হবে
2735. ইলেকট্রোপ্লেটিং এর জন্য কত ভোল্টেজ লাগে?
১০-১৬ ভোল্ট
৮-১০ ভোল্ট
১২-১৪ ভোল্ট
১৪-১৬ ভোল্ট
2736. বয়লারের অন্যতম প্রধান অংশ হলো-
ফার্নেস কম্বাশন চেম্বার
ওয়াটার চেম্বার
বাষ্প চেম্বার
চিমনি
2737. ২ ভোল্টের একটি সেলের সাথে 10 ওহমের একটি। রেজিস্ট্যান্স সংযোগ করলে 1.6 ভোল্ট ড্রপ হয়। অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হবে-
1.25Ω
2.5 Ω
0.8Ω
2738. ইম্পালস্ টারবাইনের ব্লেড থাকে-
চাকার ভিতর
চাকার চারদিকে
চাকার বাইরে
চাকার চারদিকে কিনারায়
2739. সুপারহিটার ব্যবহার করায় জ্বালানি খরচ-
কমে
একই থাকে
বাড়ে
পরিবর্তন হয় না
2740. ব্রাশ তৈরি করা হয়-
তামা দিয়ে
দস্তা দিয়ে
সিসা দিয়ে
কার্বন দিয়ে