28409. চেরাই করা কাঠকে কী ধরনের টিম্বার বলা হয়?
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা:
• জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার (Standing timber) বলে।
• কাটা গাছকে রাফ টিম্বার (Rough timber) বলে।
• টিম্বারকে নির্দিষ্ট অংশে খণ্ড করা বাকল ছড়ানো অংশকে লগ টিম্বার বলে।
• লগকে বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে কনভার্ট টিম্বার বলে।