EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
28441. সিমেন্টে কোন উপাদান থাকার ফলে Setting ধীরে হয়?[MOCA-19]
Silica
Alumina
Lime
Iron oxide
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে প্রায় 63% লাইম (Lime) বা চুন থাকে। সিমেন্টে লাইমের পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি হ্রাস পায় এবং জমাটবদ্ধ (Setting) দ্রুত হয়।
28442. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না? (LGED-19)
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর নিম্নলিখিত পরীক্ষাগুলো করা হয়ে থাকে- (i) Penetration test, (ii) Viscosity test, (iii) Specific gravity test, (iv) Float test, (v) Ductility test, (vi) Softening point test.
28443. লি. চ্যাটেলিয়ার যন্ত্রের সাহায্যে সিমেন্টের কোন টেস্ট করার কাজে ব্যবহৃত হয়?
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
28444. Quick Setting Cement-এর Setting time হলো- [PPA-18]
৫ মিনিট থেকে ১০ মিনিট ৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ২৫ মিনিট
ব্যাখ্যা: ব্যাখ্যা: র‍্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট গ্রাইন্ডিং কালে এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) মিশিয়ে কুইক সেটিং পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়। এ সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় ৫ মিনিট এবং ৩০ মিনিটে চূড়ান্ত জমাটবদ্ধতা শেষ হয়। স্রোতস্বিনী বা পানির নিচের কাজে এ সিমেন্ট বিশেষভাবে ব্যবহার করা হয়।
28445. পোর্টল্যান্ড সিমেন্টে পানি-সিমেন্টের অনুপাত কত?
০.৭
০.৮
০.৮৫
28446. বাকল অপসারিত গাছের কাণ্ডকে কী ধরনের টিম্বার বলে? [RAJUK-17, PPA-18]
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
কনভার্টেড টিম্বার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার, কাটা পতিত গাছকে রাফ টিম্বার, নির্দিষ্ট মাপে খণ্ড করা বাকল অপসারিত গাছের কাণ্ডকে লগ টিম্বার এবং লগকে বাজার আকৃতিতে চেরাই করে প্রাপ্ত কাঠকে কনভার্টেড টিম্বার বলে।
28447. নিচের কোনটি কৃত্রিম পাথর? [PPA-18]
মোজাইক পাথর
শেল পাথর
বেলেপাথর
নিস পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে পাথর প্রাকৃতিকভাবে তৈরি না হয়ে বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি হয়, তাকে কৃত্রিম পাথর বলে। মোজাইক সাধারণত মেঝে ও দেয়ালের সৌন্দর্যবর্ধন কাজে ব্যবহার করা হয়।
28448. বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়- --(DM-19)
Tarpene
Water
Spirit
Alcohol
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিন কালো বা বাদামি বর্ণের বান্ধনীসম্পন্ন জৈব রাসায়নিক যৌগ বিশেষ। বিটুমিন বা বিটুমিনজাত সামগ্রী স্পিট তেলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়।
28449. বাংলাদেশে কত পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়?
তিন পদ্ধতিতে
দুই পদ্ধতিতে
চার পদ্ধতিতে
এক পদ্ধতিতে
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে দুই পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়। যথা- (i) ভিজা বা সিক্ত পদ্ধতিতে; (ii) শুষ্ক পদ্ধতিতে।
28450. আদর্শ মশলার সিমেন্ট ও বালির অনুপাত কোনটি?
১:৪
১:৩
১:২:৫
১:২
ব্যাখ্যা: ব্যাখ্যা: অভ্যন্তরীণ দেওয়ালের ক্ষেত্রে প্লাস্টারের অনুপাত ১:৬ এবং বাহিরের দেওয়ালে প্লাস্টারের অনুপাত ১:৪।
28451. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি---
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement
28452. নিচের কোনটি পিচ্ছিলকারক? [PPA-18]
পানি
কয়লা
মাটি
তেল
28453. ASTM-এর পূর্ণরূপ কী? [LGED-19]
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI = American Concrete Institute. AASHO American Association of State Highway Officials. AREA = American Railway Engineering Association. BNBC Bangladesh National Building Code.
28454. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়? [PPA-18]
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনর্নির্মিত বোর্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভিনিয়ার মূলত কাঠের খুব পাতলা টুকরাবিশেষ, যা অন্য যে-কোনো কাঠজাত সামগ্রীর উপর আটকানো যায়। ভিনিয়ার প্রায়শই ক্যাবিনেট, আসবাবপত্র এবং মেঝেতে ব্যবহার করা হয়ে থাকে।
28455. নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
ব্যাখ্যা: ব্যাখ্যা: পেইন্টের মূল উপাদান হোয়াইট লেড [2PbСО₃, Pb (ОН₂)] জিংক হোয়াইট, লেড আয়রন অক্সাইড, গ্রাফাইট, লিথোফোন অ্যান্টিমনি হোয়াইট এবং টাইটানিয়াম অক্সাইড।
28456. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? [HED-19]
Thinner
Pigment
Vehicle
সবগুলো
28457. General Portland Cement-এর Setting time হলো-
৩০ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা
৫ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ১২ ঘণ্টা
28458. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? (DM-19)
Silica
Sodium
Magnesium
Alumina
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাচ তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা বালি। সিলিকা কাচের স্বচ্ছতা বা উজ্জ্বলতা বৃদ্ধি করে।
28459. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের সিজনিং করার কারণগুলো হচ্ছে- (i) টিম্বারের আয়ুষ্কাল এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। (ii) ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করা। (iii) কাঠকে সংকোচন ও প্রসারণ হতে রক্ষা করা। (iv) টিম্বারের শক্তি বৃদ্ধি করা।
28460. GI Sheet চওড়া- [MOCA-19]
২'-৩"
২-৬"
২'-৮"
৩'-০"
ব্যাখ্যা: ব্যাখ্যা: The two most common widths are 26" and 36". Other standard widths include 24 "and 39''