MCQ
28441. লি. চ্যাটেলিয়ার যন্ত্রের সাহায্যে সিমেন্টের কোন টেস্ট করার কাজে ব্যবহৃত হয়?
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
28442. Quick Setting Cement-এর Setting time হলো- [PPA-18]
৫ মিনিট থেকে ১০ মিনিট ৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ২৫ মিনিট
28443. আদর্শ মশলার সিমেন্ট ও বালির অনুপাত কোনটি?
১:৪
১:৩
১:২:৫
১:২
28444. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না? (LGED-19)
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
28445. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি---
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement
28446. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? (DM-19)
Silica
Sodium
Magnesium
Alumina
28447. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়? [PPA-18]
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনর্নির্মিত বোর্ড
28448. নিচের কোন সামগ্রীটি পেইন্টের মূল উপাদান?
হোয়াইট লেড
তিষির তেল
জিঙ্ক সালফেট
তারপিন তেল
28449. পোর্টল্যান্ড সিমেন্টে পানি-সিমেন্টের অনুপাত কত?
১
০.৭
০.৮
০.৮৫
28450. বাকল অপসারিত গাছের কাণ্ডকে কী ধরনের টিম্বার বলে? [RAJUK-17, PPA-18]
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
কনভার্টেড টিম্বার
28451. নিচের কোনটি পিচ্ছিলকারক? [PPA-18]
পানি
কয়লা
মাটি
তেল
28452. বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়- --(DM-19)
Tarpene
Water
Spirit
Alcohol
28453. সিমেন্টে কোন উপাদান থাকার ফলে Setting ধীরে হয়?[MOCA-19]
Silica
Alumina
Lime
Iron oxide
28454. GI Sheet চওড়া- [MOCA-19]
২'-৩"
২-৬"
২'-৮"
৩'-০"
28455. Oil Paint-এর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? [HED-19]
Thinner
Pigment
Vehicle
সবগুলো
28456. ASTM-এর পূর্ণরূপ কী? [LGED-19]
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
28457. নিচের কোনটি কৃত্রিম পাথর? [PPA-18]
মোজাইক পাথর
শেল পাথর
বেলেপাথর
নিস পাথর
28458. General Portland Cement-এর Setting time হলো-
৩০ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা
৫ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ১২ ঘণ্টা
28459. বাংলাদেশে কত পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়?
তিন পদ্ধতিতে
দুই পদ্ধতিতে
চার পদ্ধতিতে
এক পদ্ধতিতে
28460. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী? [PWD-04; DM-19; MOEF-19]
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো