Image
MCQ
28781. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
২৭৩° সেন্টিগ্রেড
০° কেলভিন
০° সেন্টিগ্রেড
-২৭৩° ফারেনহাইট
28782. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস
28783. মকরক্রান্তি রেখা কোনটি?
২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ
২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ
28784. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS
28785. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Phishing
Man-in-the-Middle
Ransomware
Denial of Service
28786. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ব্রহ্মপুত্র নদী
মেঘনা নদী
কর্ণুফুলী নদী
পদ্মা নদী
28787. সুপরিবাহী পদার্থে valance band এবং conduction band-
আলাদা থাকে
ওভারল্যাপ থাকে
অনেক দূরে থাকে
কোনটিই নয়
28788. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
Scanner
Projector
Touch Screen
Mouse
28789. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
28790. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
ভিটামিন বি ১২
ভিটামিন বি ৯
ভিটামিন বি ১
ভিটামিন বি ৬
28791. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান –
প্রোটিন
লবণ
ভিটামিন
ক্যালসিয়াম
28792. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –
FTP Server
Firewal
DNS Server
Gateway
28793. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
নাইট্রোজেন
ফসফরাস
অক্সিজেন
পটাশিয়াম
28794. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
28795. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
28796. সাবানের আয়নিক গ্রুপ হলো –
R_3NH+
COO-Na+
R_2NH_2+
SO3-Na+
28797. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে –
সিলভার ব্রোমাইডের
সিলভার ফ্লোরাইডের
অ্যামোনিয়াম ক্লোরাইডের
সিলভার ক্লোরাইডের
28798. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
ঘন ঘন বন্যা
উপরের কোনটিই নয়
ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
সমুদ্র দূষণ
28799. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
28800. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ