EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
28761. যদি log10​x=−1 হয়, তাহলে নিচের কোনটি xএর মান?
0.1
0.001
1.2
3
28762. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB=AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE=?
১৩২°
১৬০°
১০৮°
১৮০
28763. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
২০
৩০
১৮
১০
28764. Who’s that?’ in this sentence ‘that’ is a/an-
pronoun
conjunction
adjective
adverb
ব্যাখ্যা: আমরা জানি, Noun এর পরিবর্তে কোন শব্দ বসলে সেটি Pronoun হয়। - প্রশ্নে বলা হয়েছে Who's that? অর্থাৎ এই বাক্যে that শব্দটি নিশ্চিতভাবেই কোন একজন ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। লক্ষ করুন, that না লিখে যদি বলা হতো who is the man? তাহলেও কিন্তু একই অর্থ বোঝাতো। - উত্তরগুলির মধ্য থেকে (b) conjunction (c) Adjective এবং (d) Adverb হবার তেমন কোন Logic নাই। সুতরাং সঠিক উত্তর হচ্ছে (a).
28765. কোনটি collective noun?
library
Month
boy
Books
ব্যাখ্যা: যেসব noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে collective noun বলে। Collective noun-এর কয়েকটি উদাহরণ হলো audience (শ্রোতামণ্ডলী), Jury (বিচারকমণ্ডলী), library (বইয়ের সংগ্রহশালা)
28766. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
√২
√৩
২২
৩৩
28767. 1-1+1-1+1-1+ … + n সংখ্যক পদের যোগফল হবে –
0
1/2[1+(-1)^n]
[1+(-1)^n]
1
28768. নিচের কোনটি interrogative pronoun এবং relative pronoun দুটিই হতে পারে ?
whom
anybody
each
me
28769. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
৫৫
৮৭
৬৭
৭৭
28770. What is the noun form of the word 'compete' ?
competence
competition
competent
competitione
ব্যাখ্যা: compete-প্রতিযোগিতা করা (verb) এর noun হচ্ছে competition (প্রতিযোগিতা)...
28771. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
৩৬
৫৬
28772. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
FTP
SMTP
SNMP
RPC
28773. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ৫০%
লাভ ১০%
ক্ষতি ২৫%
28774. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে –
-2,9
2,9
-2, -9
2,-9
28775. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
28776. কোনটি Common Noun?
Truth
Length
Victory
Bank
28777. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?
Program Virus
Boot Virus
Trojan Horse
Worms
28778. একটি ফাংশন f : R→R, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
4
1
28779. নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
FTP
DNS
TCP
HTTPS