EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3141. Le-chatelier apparatus used to perform-
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
ব্যাখ্যা: সিমেন্টের সাউন্ডনেস টেস্ট করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম Le-chatelier apparatus. উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Le-Chatelier's apparatus is used for testing - Soundness of cement 2. Loss Angeles Testing machine is used to conduct - abrasion test. 3. নিচের কোনটি Coarse Aggregate এর test - ACV, AIV, LAA. 4. Aggregate এর কাঠিন্যতা মান জানার জন্য যে test করা হয় - Abrasion test. 5. Aggregate এর কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Los Angeles abrasion test, attrition test. 6. Aggregate এর ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Impact test.
3142. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় –
Cast iron
Steel
Copper
Wrought iron
ব্যাখ্যা: গিয়ার তৈরিতে সাধারণত কাস্ট আয়রন (Cast iron), স্টিল (Steel), ব্রাস (Brass), ব্রোঞ্জ (Bronze) ও প্লাস্টিক (Plastic) ব্যবহার করা হয়। সেই হিসাবে (ক) ও (খ) দুটিই উত্তর হবে।
3143. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকো -
7.5
10.5
12.5
14.0
3144. কোনটি Mechanical property?
Density
Thermal conductivity
Hardness
Porosity
ব্যাখ্যা: কাঠিন্য (Hardness): কোনো ধাতুর উপর অপর কোনো ধাতু দ্বারা আঁচড় কাটতে কিংবা চাপ দিয়ে গর্ত করতে চাইলে গায়ে আঁচড়। লাগা কিংবা গর্ত হওয়ার বিরুদ্ধে পূর্বোক্ত ধাতু যে বাধা প্রদান করে, তাকে এর কাঠিন্য (Hardness)।
3145. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
ব্যাখ্যা: Durable concrete-এর জন্য Maximum water cement ratio 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে।
3147. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Compression
Tension
Bending
কোনোটি নয়
ব্যাখ্যা: (কংক্রিট শুধু চাপা বল (Comperssion) নিতে পারে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল - টেনশন। 2. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে সবল- চাপ। 3. উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং স্টীল ব্যবহার করে যে বিশেষ ধরনের কংক্রিট তৈরি করা হয়, তাকে বলে প্রি- স্ট্রেসড্। 4. কোন ধরনের কংক্রিট টেনশনে সবল আরসিসি, প্রি- স্ট্রেসড় কংক্রিট। 5. কংক্রিটকে ছাঁচে ঢেলে ইচ্ছামত আকারে নির্মাণের জন্য প্রয়োজনীয় ঘনত্বকে বলে কংক্রিটের- Consistency. 6. অধিক চাপবাহী কাঠামো নির্মাণে কোন কংক্রিট সহায়ক - Plain Concrete.
3148. The compression index of a soil
Decreases with an increase in the liquid limit
Increases with an increase in the liquid limit
Decreases with an increase in the plastic limit
Is not related with plastic limit
3149. কোন আকৃতির Aggregate কংক্রিট এর জন্য উত্তম ?
গোলাকৃতি
কোণাকৃতি
পাতলাকৃতি
লম্বাকৃতি
ব্যাখ্যা: কোণাকৃতি অ্যাগ্রিগেটের মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। এতে পানির পরিমাণ বেশি লাগে, নির্দিষ্ট ওয়াটার-সিমেন্ট রেশিওতে কার্যোপযোগিতা সবচেয়ে কম হয়, উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়। উত্তর সহ কয়েকটি প্রশ্ন 1. কোন আকৃতির Aggregate কংক্রিটের জন্য উত্তম- কোণাকৃতি। 2. কোণাকৃতি আকারের Aggregate এর মধ্যে void থাকে -40%. 1 Concrete & Aggregate এর ভূমিকা কি- Filler 4. কোন Aggregate এ workability সবচেয়ে কম - Angular, 5. কোন Aggregate এ শক্তিশালী বন্ধন তৈরি হয় - Angular
3150. The best spacing of timber piles from centre Book is (কেন্দ্র থেকে কেন্দ্রে কাঠের পাইলের সর্বোত্তম ব্যবধান)
600mm
700mm
800mm
900mm
ব্যাখ্যা: পাইলের কেন্দ্র থেকে ৬০ সেন্টিমিটারের কম বভধান করা উচিত নয়। পাইলগুলিকে অনেক কাছাকাছি ড্রাইভ করলে, ঘর্ষণ প্রতিরোধ ক্সমতা নষ্ট হয়ে যায়। কাঠের পাইলের জন্য সর্বোত্তম ব্যবধান হলো ৯০ সেন্টিমিটার c/c
3152. Cast iron তৈরিতে ব্যবহৃত ফার্নেস হলো-
Blast furnace
Cupola furnace
Open hearth furnace
Bessemer converter
3153. If the load on beam is increased, the tensile stress in the concrete below the neutral axis will-
decrease
increase
remain unchanged
all of these
ব্যাখ্যা: Explained: When load on the reinforced concrete beam is small so that the tensile stress set up in the concrete below the neutral axis is smaller than the permissibble, then the concrete area the neutral axis will not crack/ উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ন প্রশ্ন 1. The property of a fluid which enables it to resist tensile stress is known as-Cohesion 2. The ratio of the length and depth of a simply supported rectangular beam which experiences maximum bending stress equal to tensile stress, due to same load at its mid span, is-2/3 3. The ratio of the length and diameter of a simply supported uniform circular beam which experiences maximum bending stress equal to tensile stress due to same load at its mid span, is-1/2 When equal and opposite forces applied to a body, tend to elongate it, the stress so produced, is called- Tensile stress
3155. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete-এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
ব্যাখ্যা: কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন, এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে। উত্তর সহ কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ইটের গাঁথুনি শেষ হবার কতদিন পর প্লাস্টার করা উচিত- ২৮ দিন। 2. ব্রিক ওয়াল কতদিন কিউরিং করা হয় - ৭ দিন। 3. বহিঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 12 mm. 4. অন্তঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 19 mm. 5. ইটের গাঁথুনি কাজে শুকনো মসলার পরিমাণ কত- 35%, 6. 5° ওয়ালে সিমেন্ট বালির মিশ্রণের অনুপাত কত- 1:4.
3156. A continuous beam is one which is--
fixed at both ends
fixed at one end and free at the other end
extending beyond the supports
supported on more than two supports
3157. Investment casting-এ ব্যবহৃত হয় কোন Pattern?
Wax pattern
Wooden pattern
Polystyrene pattern
Lead pattern
ব্যাখ্যা:
3158. The most common admixture which is used to accelerate the initial set of concrete is (কংক্রিটের প্রাথমিক সেটকে ত্বরান্বিত করতে সাধারণত যে মিশ্রণটি ব্যবহার করা হয়)
Gypsum
Calcium choloride
Calcium carbonate
None of the above
ব্যাখ্যা: CaC12 (Calcium choloride) সঠিক উত্তর কিন্তু বলে পরিমাণ ব্যবহৃত সিমেটের ২% এর বেশি হওয়া উচিত নয় অন্যথায় এটি ত্বরণ প্রক্রিয়া বন্ধ করে দেবে।
3159. Sensitivity of a soil can be defined as-
Percentage of volume change of soil under saturated condition
Ratio of compressive strength of unconfined undisturbed soil to that of soil in a remoulded state
Ratio of volume of voids to volume of solids
None of the above
3160. At the neutral axis of a beam, the shear stress is-
zero
minimum
maximum
infinity
ব্যাখ্যা: Explained: Shear stresses are usually maximum at the neutral axis of a beam, but zero at the top and bottom of the cross section as normal stresses are max/min. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ন প্রশ্ন 1. Instantaneous center is at infinity when the angular velocity is-Zero 2. the exit gradient in the absence of a downstream cut-off is-Infinity