Image
MCQ
4481. ml and m2 are the members of two individual simple trusses of a compound truss. The compound truss will be rigid and determinate if
m=ml+m2
m=ml+m2+1
m=ml+m2+2
m=ml+m2+3
4483. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে স্টার্ট নিতে পারে না। কারণ এটি --
রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না
পালসেটিং ফ্লাক্স ঘূর্ণন সৃষ্টি করতে পারে না
সিনক্রোনাস গতির কারণে ফ্লাক্স তৈরি করে না
স্লিপের কারণে স্টার্ট নিতে পারে না
4484. The maximum B.M. due to an isolated load in a three hinged parabolic arch, (span 1 and rise h) having one of its hinges at the crown, occurs on either side of the crown at a distance
1/4
h/4
1
2
4485. ট্রান্সফরমারের দক্ষতা সর্বোচ্চ হবে-
কপার লস কোর লসের সমান হলে
কপার লস কোর লসের চেয়ে কম হলে
কপার লস কোর লসের চেয়ে বেশি হলে
এডি কারেন্ট লস হিসটেরেসিস লসের সমান হলে
4486. For calculating the permissible stress 0 y/[(1+ a(l/r)]is the empirical formula, known as --
Straight line formula
Parabolic formula
Perry's formula
Rankine's formula
4489. ১০ পোলের একটি সিনক্রোনাস মোটরে ২৫ সাইকেল বিদ্যুৎ সরবরাহ দিলে এর আর.পি.এম কত হবে?
150 rpm
250 rpm
240 rpm
300 rpm
4490. বিদ্যুৎ উৎপাদন যন্ত্রে উৎপাদিত বিদ্যুৎ অনেক দূরবর্তী স্থানে সরবরাহ করার সময় যে পদ্ধতি অনুসরণ করা হয়, তা হলো-
'ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পদ্ধতি'
'লাইনের রোধ এবং লোডের রোধ সমান'
'মিনিমাম লাইন লস'
ট্রান্সফর্মার দিয়ে স্টেপ আপ করে'
4491. একটি তিন ফেজ সুষম লোড ২০০ ভোল্ট, তিন ফেজ সাপ্লাই থেকে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। লোডের পাওয়ার ফ্যাক্টর ০.৫ (ল্যাগিং) হলে মোট --
১৭৩২ ওয়াট
১০০০ ওয়াট
২০০০ ওয়াট
৩০০০ ওয়াট
4493. আমরা বাসাবাড়িতে যে সিলিং ফ্যান ব্যবহার করি, এগুলো আসলে-
ডিসি মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
4494. রোটারি কনভার্টার এমন একটি বৈদ্যুতিক মেশিন, যার সাহায্যে-
এসিকে ডিসি করা হয়
ডিসিকে এসি করা হয়
বৈদ্যুতিক শক্তিকে ফ্রিকুয়েন্সি হতে অন্য ফ্রিকুয়েন্সিতে রূপান্তরিত করা হয়
সিঙ্গেল ফেজ সাপ্লাইকে পলি-ফেজ সাপ্লাইতে পরিবর্তন করা হয়
4495. Pick up the correct statement from the following:
Mcg-MM2+r2) where letters carry their usual meanings
Tcpm2+T2)where letters carry their usual meanings
The torque which when acting alone would produce maximum shear stress equal to the maximum shear stress caused by the combined bending and torsion, is called equivalent torque
All the above
4496. একটি ইন্ডাকশন মোটর স্টার্ট দেওয়ার সময় খুব বেশি কারেন্ট নেওয়ার কারণ
ভোল্টেজ খুব বেশি
শ্যাফ্ট ওভারলোড
ইনপুট ইম্পিড্যান্স কম
বিয়ারিং-এর ঘর্ষণ বেশি
4497. নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
ডায়োড
ট্রান্সফরমার
4500. The greatest load which a spring can carry without getting permanently distorted, is called--
Stiffness
Proof resilience
Proof stress
Proof load