Image
MCQ
4521. ফ্যারাডের সূত্র অনুযায়ী যখন কোনো পরিবাহী চৌম্বকক্ষেত্রের ভিতর আলোড়িত হয়, তখন উক্ত পরিবাহীতে Emf আবেশিত হয়। এই আবেশিত Emf-এর পরিমাণ বৃদ্ধি-
তারের প্যাঁচের সংখ্যার সাথে সমানুপাতিক
তারের ঘূর্ণন গতির সাথে সমানুপাতিক
চৌম্বকক্ষেত্রের শক্তির সাথে সমানুপাতিক
উপরোক্ত সব কয়টি
4522. একটি চুম্বকের চারদিকে যতটুকু স্থান জুড়ে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে, ঐ স্থানকে বলা হয়-
চৌম্বক বলরেখা
ম্যাগনেটিক ফ্লাক্স
চৌম্বকক্ষেত্র
ম্যাগনেটিক ইনটেনসিটি
4523. যখন 200 প্যাঁচের একটি কয়েলের মধ্য দিয়ে 2 অ্যাম্পস কারেন্ট প্রবাহিত হয়, তখন 0.2 mwb-এর ফ্লাক্স সৃষ্টি করে। ম্যাগনেটিক সার্কিটের রিলাকট্যান্স
2A
1A/wb
2 AT/wb
2 x 6 wb-J
4524. ডায়াম্যাগনেটিক পদার্থসমূহ-
চুম্বক কর্তৃক দুর্বলভাবে বিকর্ষিত হয়
অত্যন্ত ভালো ইন্সুলেশন
চৌম্বক মনোপোল
চৌম্বক পদার্থ এবং সিসার সঙ্কর ধাতু
4525. স্বর্ণ একটি-
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ফেরো চৌম্বক পদাথ
অচৌম্বক পদার্থ
4526. ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক-
ওয়েবার/মিটার
গজ
ম্যাক্সওয়েল
অ্যাম্পিয়ারটার্ন/মিটার
4527. একটি চৌম্বক উৎস কর্তৃক উৎপাদিত চৌম্বকক্ষেত্রের সমষ্টিকে বলা হয়-
চৌম্বকক্ষেত্র
চৌম্বক বলরেখা
ম্যাগনেটিক ইনটেনসিটি
ম্যাগনেটিক ফ্লাক্স
4528. এক বর্গমিটারের মধ্য দিয়ে অতিক্রান্ত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণকে বলা হয়-
ম্যাগনেটোমোটিভ ফোর্স
ম্যাগনেটিক সার্কিট
ফ্লাক্স ডেনসিটি
রেসিডুয়াল ম্যাগনেটিজম
4530. চৌম্বকক্ষেত্রে কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল নির্ভর করে-
ফ্লাক্সের উপর
কারেন্টের উপর
তারের দৈর্ঘ্যের উপর
সব ক'টির উপর
4531. ম্যাগনেটিক ফ্লাক্সের পথ বরাবর প্রতি একক দৈর্ঘ্যের ম্যাগনেটোমোটিভ ফোর্সকে বলে-
ফিল্ড ইনটেনসিটি
mmf
ফ্লাক্স ডেনসিটি
Emf
4532. প্রতি একক ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য উৎপাদিত ফ্লাক্সকে বলে চুম্বক পথের-
পারমিয়্যাবিলিটি
পারমিয়্যান্স
ফিল্ড ইনটেনসিটি
রিলেটিভ পারমিয়্যাবিলিটি
4533. একটি চৌম্বকক্ষেত্রের যে-কোনো স্থানে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে যে বল অনুভূত হয়, তাকে বলা হয়-
ম্যাগনেটিক ইনটেনসিটি
ম্যাগনেটোমোটিভ ফোর্স
ম্যাগনেটিক ফ্লাক্স
ফ্লাক্স ডেনসিটি
4534. ওয়েবার/বর্গমিটার হলো-
ফ্লাক্স ডেনসিটির একক
ম্যাগনেটিক ফ্লাক্সের একক
ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক
ম্যাগনেটোমোটিভ ফোর্সের একক
4535. ম্যাগনেটিক সার্কিটের পারমিয়্যান্স, ইলেকট্রিক সার্কিটের কোনটির মতো-
রেজিস্ট্যান্স
কন্ডাকট্যান্স
রেজিস্টিভিটি
কন্ডাকটিভিটি
4536. ফ্লেমিং-এর বামহস্ত বিধি প্রয়োগ করা হয়-
জেনারেটরের ক্ষেত্রে
মোটরের ক্ষেত্রে
ট্র্যান্সফরমারের ক্ষেত্রে
কনভার্টারের ক্ষেত্রে
4538. প্রতি একক ক্ষেত্রফল ফ্লাক্সের পরিমাণকে বলে-
ফিল্ড ইনটেনসিটি
ফ্লাক্স ডেনসিটি
পারমিয়্যাবিলিটি
রিলেটিভ পারমিয়্যাবিলিটি
4539. ম্যাগনেটিক সার্কিটের মধ্য দিয়ে ফ্লাক্স চালিত করার ঝোঁক বা প্রবণতাকে বলে-
Emf
mmf
ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি
পারমিয়্যাবিলিটি
4540. এমকেএস (MKS) পদ্ধতিতে অ্যাম্পিয়ার টার্ন/ওয়েবার-
mmf-এর একক
পারমিয়্যাবিলিটির একক
ফিল্ড ইনটেনসিটির একক
রিলাকট্যান্সের একক