Image
MCQ
4503. আমরা বিদ্যুৎ লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি, তা-
এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে
এসি ভোল্টেজের ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয়
এসি ভোল্টেজকে স্টেপ ডাউন করে
4505. এক-ফেজ ট্রান্সফরমার থেকে তিন-ফেজ সরবরাহ ১০৩০ পাওয়ার উপায় কী
ট্রান্সফরমারকে ওয়াই-ডেল্টা সংযোগ করে
দুটি ১-ফেজ ট্রান্সফরমারকে স্কট-সংযোগ করে
তিনটি ১-ফেজ ট্রান্সফরমারকে পর পর সাজিয়ে
উপরের সব ক'টি পদ্ধতি দ্বারা
4506. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহারের উদ্দেশ্য-
পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি করা
প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করা
রিয়‍্যাকটিভ পাওয়ার বৃদ্ধি করা
একক পাওয়ার ফ্যাক্টর সৃষ্টি করা
4507. অটো-ট্রান্সফরমার এর-
একটিমাত্র ওয়াইন্ডিং থাকে
প্রথমা অপেক্ষা দ্বিতীয়াতে প্যাঁচ বেশি
এটি একটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার
এটি একটি স্টেপ-আপ ট্রান্সফরমার
4508. একটি রেসিপ্রোকেটিং পাম্প চালাতে কোন মোটর ব্যবহার করতে হবে?
একটি সিরিজ মোটর
একটি শান্ট মোটর
একটি কম্পাউন্ড মোটর
যে-কোনো ডিসি মোটর
4509. একটি এলিভেটরের মোটরের গতি কীভাবে নিয়ন্ত্রণ করা হয়?
ভোল্টেজ পরিবর্তনের দ্বারা
ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে
স্টেটর পোল পরিবর্তন করে
রোটরের ভোল্টেজ পরিবর্তন করে
4510. স্ট্রিট লাইটের লোড ঠিক রাখার জন্য নিচের কোনট ব্যবহার করা দরকার?
কারেন্ট ট্রান্সফরমার
পটেনশিয়াল ট্রান্সফরমার
পাওয়ার ট্রান্সফরমার
কনস্ট্যান্ট কারেন্ট ট্রান্সফরমার
4516. সিনক্রোনাস মোটরের জন্য কোন কথাটি সঠিক?
এটি ধ্রুব গতিতে ঘুরে
লোড পরিবর্তনে এর গতির পরিবর্তন হয়
এটি শুধু লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলে
এটি নিজে নিজে স্টার্ট নিতে পারে
4517. একটি ট্রান্সফরমার ডিসি পাওয়ার সরবরাহের সাথে সংযোগ দিলে-
ট্রান্সফরমারের কারেন্ট স্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের কারেন্ট অস্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের ভোল্টেজ স্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের ভোল্টেজ অস্বাভাবিক বৃদ্ধি পাবে
4519. এডি কারেন্ট লস-
ফ্রিকুয়েন্সির সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির ১.৬ পাওয়ারের সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির বর্গের সমানুপাতিক
সর্বোচ্চ ফ্লাক্সের ঘনত্বের সমানুপাতিক
4520. ২২০ ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডে ১১০ ভোল্টেজ পাওয়া যায়। এর টার্নস রেশিও হবে-
২২: ১০
১:২
২:১
২:১১