Image
MCQ
4741. Concrete এ shrinkage strain এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
4742. একটি বিমের উপর Linearly distributed load থাকলে তার Shear Force Diagram এর আকৃতি কীরূপ হবে?
Linear
Parabolic
Cubic
কোনোটি নয়.
4743. Linear এবং Lateral strain এর অনুপাতকে কী বলে?
Bulk modulus
Modulus of elasticity
Poisson ratio
Modulus of toughness
4747. Lateral strain Linear strain এর অনুপাতকে কী বলে-
Modulus of Elasticity
Modulus of rigidity
Bulk Modulus
Poisson's Ratio
4748. ACI কোড অনুসারে খ কার্যকরী দৈর্ঘ্যবিশিষ্ট Cantilever Slab- এর নূন্যতম পুরুত্ব কত হবে ?
L/12
L/6
L/20
L/24
4749. শক্তি প্রয়োগের দিক বরাবর একটি Bar-এর যে পরিবর্তন হয় তাকে কী বলা --
Linear Strain
Lateral Strain
Volumetric Strain
Shear Strain
4750. একটি বিমের উপর Uniformly distributed load থাকলে তার Bending Moment diagram এর আকৃতি কীরূপ হবে?
Linear
Parabolic
Cubic
কোনোটিই নয়
4754. বিমের Neutral axis এ shear stress এর মান-
শূণ্য
সর্বনিম্ন
সর্বোচ্চ
অসীম
4755. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-
রড hard হবে
Ductility কমে
যাবে সহজে ভেঙ্গে যাবে
ক. খ. গ
4756. 250mm Rod কে 50kN বল দিয়ে টানলে তা যদি 0.3mm বর্ধিত হয় তাহলে Strain-এর মান কত?
0.0125
0.012
0.0012
0.0015
4757. RCC Column কে Short Column হিসেবে ধরা হবে যখন এর slenderness ratio-
৩০ এর কম হবে
৩৫ এর কম হবে
৪০ এর কম হবে
৫০ এর কম হবে
4758. একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমে ৪ টি 20mm bar ব্যবহার করা হয়েছে। যদি fs = 140Mpa, f'c=21 Mpa হয়, তবে ঐ রডগুলোর Embedment দৈর্ঘ্য cm এককে কত হবে?
36.5
39.23
45.25
কোনটিই নয়
4759. In a single reinforced beam, the effective depth measured from its compression edge to -
tensile edge
tensile reinforcement
neutral axis of the beam
longitudinal central axis
4760. Retaining wall design-4 Bearing capacity এর জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিতায়-
2
2.5
3
4