EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4741. ACI কোড অনুসারে খ কার্যকরী দৈর্ঘ্যবিশিষ্ট Cantilever Slab- এর নূন্যতম পুরুত্ব কত হবে ?
L/12
L/6
L/20
L/24
4742. Concrete এ shrinkage strain এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
4743. শক্তি প্রয়োগের দিক বরাবর একটি Bar-এর যে পরিবর্তন হয় তাকে কী বলা --
Linear Strain
Lateral Strain
Volumetric Strain
Shear Strain
4745. A wall built to resist the pressure of earth filling. is known as. --
retaining wall
breast wall
shoring
buttress
ব্যাখ্যা: Explained:- যে ওয়াল মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে ঠেস দেওয়াল বা রিটেনিং ওয়াল বলে। এই ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে ধারণকৃত মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিহত করে।
4746. 250mm Rod কে 50kN বল দিয়ে টানলে তা যদি 0.3mm বর্ধিত হয় তাহলে Strain-এর মান কত?
0.0125
0.012
0.0012
0.0015
ব্যাখ্যা: Explained: Strain = l/L = 0.3/250 = 0.0012
4747. একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমে ৪ টি 20mm bar ব্যবহার করা হয়েছে। যদি fs = 140Mpa, f'c=21 Mpa হয়, তবে ঐ রডগুলোর Embedment দৈর্ঘ্য cm এককে কত হবে?
36.5
39.23
45.25
কোনটিই নয়
4748. Screw thead-এর Major dia. ও Minor dia-এর পার্থক্য-
Depth of thread
Depth of teeth
Pitch
Whole depth
ব্যাখ্যা: Explained:- পিচ ডায়া (Pitch dia) = মেজর ডায়া (Major dia) -মাইনর ডায়া (Minor dia)।
4749. In a single reinforced beam, the effective depth measured from its compression edge to -
tensile edge
tensile reinforcement
neutral axis of the beam
longitudinal central axis
4750. বিমের Neutral axis এ shear stress এর মান-
শূণ্য
সর্বনিম্ন
সর্বোচ্চ
অসীম
4751. Retaining wall design-4 Bearing capacity এর জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিতায়-
2
2.5
3
4
ব্যাখ্যা: Explained:- Acceptable factor of safety is between 1.5 to 2.5
4752. Cantilever Beam এর Minimum depth-
L/12
L/8
L/10
L/14
ব্যাখ্যা: Explained:- ACI কোড অনুসারে Cantilever Beam এর Minimum depth L/12
4753. একটি বিমের উপর Uniformly distributed load থাকলে তার Bending Moment diagram এর আকৃতি কীরূপ হবে?
Linear
Parabolic
Cubic
কোনোটিই নয়
4754. RCC Column কে Short Column হিসেবে ধরা হবে যখন এর slenderness ratio-
৩০ এর কম হবে
৩৫ এর কম হবে
৪০ এর কম হবে
৫০ এর কম হবে
ব্যাখ্যা: নোট:- Slender ratio এর মান ৮০ এর কম হলে তাকে Short column বলে।
4755. Shell structure does not have any -
bending moment
shear stress
tensile stress
compressive stress
ব্যাখ্যা: Explained:- Shell Structure মূলত RCC নির্মিত পাতলা বাঁকানো প্লেট কাঠামো বিশেষ। এটি দেখতে আঁচ- এর মতো বাঁকানো। এটি কাঠামোর টেনসাইল, শিয়ার পীড়ন এবং চাপ প্রতিরোধ করতে সক্ষম কিন্তু এতে কোনো রকম বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয় না।
4756. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়-
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: Explained:- Retaining Wall সাধারণত Masonry Dams, wing wall, hill road এগুলির জন্য প্রয়োজন। এটি heavy structural load বহন করে।
4757. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-
রড hard হবে
Ductility কমে
যাবে সহজে ভেঙ্গে যাবে
ক. খ. গ
ব্যাখ্যা: Explained:- রডে বার্কনের পরিমাণ 3-4% বা সঠিক পরিমাণ হলে টানের ফলে রডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু কার্বনের পরিমাণ বেশি হলে নির্দিষ্ট দৈর্ঘ্য বৃদ্ধির পূর্বের রডটি ভেঙ্গে যাবে।
4758. Lateral strain Linear strain এর অনুপাতকে কী বলে-
Modulus of Elasticity
Modulus of rigidity
Bulk Modulus
Poisson's Ratio
ব্যাখ্যা: Explained: Lateral স্টেন এবং লিনিয়ার স্ট্রেইন- এর অনুপাতরে পয়সনের অনুপাত বলে। পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণ্যন্ত এ modulus of elasticity বলে।
4759. একটি বিমের উপর Linearly distributed load থাকলে তার Shear Force Diagram এর আকৃতি কীরূপ হবে?
Linear
Parabolic
Cubic
কোনোটি নয়.
ব্যাখ্যা: Explained: LDL এর জন্য SFD হবে linear। linear মানে হেলানো সরল রেখা।
4760. Linear এবং Lateral strain এর অনুপাতকে কী বলে?
Bulk modulus
Modulus of elasticity
Poisson ratio
Modulus of toughness
ব্যাখ্যা: Explained:- বস্তুর দৈর্ঘ্য বরাবর লোড প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব ঘটে। এই পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে Possion ratio বলে। Possion ratio = পার্শ্ব বিকৃতি/ দৈর্ঘ্য বিকৃতি