4755. Shell structure does not have any -
ব্যাখ্যা: Explained:- Shell Structure মূলত RCC নির্মিত পাতলা বাঁকানো প্লেট কাঠামো বিশেষ। এটি দেখতে আঁচ- এর মতো বাঁকানো। এটি কাঠামোর টেনসাইল, শিয়ার পীড়ন এবং চাপ প্রতিরোধ করতে সক্ষম কিন্তু এতে কোনো রকম বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয় না।