EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4681. ১ ঘণমিটার কত ঘণফুটের সমান?
36.315
35.020
37.505
35.315
ব্যাখ্যা: 1 meter = 3.28 ft, 1 m³ = 3.28 ³, = 35.315 ft ³
4682. Considering the voltage regulation of transformer, which one is the best?
1%
3%
2%
4%
ব্যাখ্যা: ব্যাখ্যা: Voltage regulation is the measure of how well a power transformer can maintains constant secondary voltage gives a constant primary voltage and wide variance in load current. The lower the percentage (closer to zero), the more stable the secondary voltage and the better the regulation it will provide.
4683. ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটরে-
কোনো সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে না
সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে
লো-পাওয়ার ফ্যাক্টর থাকে
লো-ইফিসিয়েন্সি থাকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটরে কোনো সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে না।
4684. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেইন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহের আড়াআড়িতে কোন ধরনের সংযোগ করা হয়?
প্যারালেল
সিরিজ প্যারালেল
সিরিজ
কোনোটিই নয়
4686. একটি হাসপাতাল ওয়ার্ডে 14 H.P. ফ্যান চালাতে সর্বোপযুক্ত মোটর কোনটি?
ক্যাপাসিটর রান মোটর
হিস্টেরেসিস মোটর
শেডেড পোল মোটর
সিঙ্গেল ফেজ সিরিজ মোটর
4687. রেজিস্ট্যান্স স্প্লিট ইন্ডাকশন মোটর অত্যন্ত জনপ্রিয় সিঙ্গেল ফেজ মোটর, কারণ-
স্বল্পমূল্য
হাই-স্টার্টিং টর্ক
কম শব্দে চলে
স্টার্টিং পিরিয়ড দীর্ঘ
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেজিট্যান্স স্প্রিট ইন্ডাকশন মোটর অত্যন্ত জনপ্রিয় কারণ এটি দামে কম ও দক্ষতা অন্যান্য মোটরের তুলনায় ভালো।
4688. Cement required for using 45 litre of water with a W/C ratio of 0.45 for making concrete is (কংক্রিট তৈরির জন্য ০.৪৫ এর W/C অনুপাত সহ ৪৫ লিটার পানি ব্যবহার করার জন্য সিমেন্ট প্রয়োজন)
one bag
two bag
There bag
four bag
ব্যাখ্যা: Required Cement = Required water/w/c.ratia = 45/0.45 = 100 kg = 2 bags. উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর প্রশ্ন 1. A cement concrete road is 1000 m long, 8 m wide and 15 cm thick over the sub-base of 2. cm thick gravel. The box cutting in road crust is-1500 m3 3. The expected out turn of cement concrete 1:2:4 per mason per day is - 5.0 m3 4. The expected out turn of 2.5 cm cement concrete floor per mansion per day - 7.5 sqm 5. Pick up the correct statement from the following: - Bricks are paid per thousand 6. The expected out turn of 12 mm plastering with cement mortar is-2.5 sq m .
4689. ১:২:৪ অনুপাতের 100 cft কনক্রিট তৈরি করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে-
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
ব্যাখ্যা: মোট পরিমাণ = 100 cft কনক্রিটের শুষ্ক আয়তন = 100×1.5= 150cft আয়তনের যোগফল = ১+২+৪= ৭ সিমেন্ট = 150 ×1/7 = 21.42 cft=0.8 ব্যাগ/cft = 18 ব্যাগ উত্তর সহ কয়েকটি অনুরুপ স্তের হলুন প্রশ্ন 1. 1:2:4 অনুপাতে 200 cft কংক্রিটের জন্য coarse aggregate এর পরিমাণ আনুমানিক কত- 170 cft. 2. 7:2:2 অনুপাতে জলছাদ তৈরির জন্য 10 ঘনমিটার কাজে চুনের পরিমাণ কত- 2.73 m^3. 3. 1:4 অনুপাতে 10 mm পুরু সিমেন্ট প্লাস্টার করতে 10 বর্গমিটার এ কত ব্যাগ সিমেন্ট লাগবে 0.9 bag. 4. 1 ঘনমিটার ইটের গাঁথুনির (1:6) কাজে কত ব্যাগ সিমেন্ট লাগবে 1.5 bags.
4690. একটি সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং স্থাপন করা হয়-
রোটরে
আর্মেচারে
স্টেটরে
ফিল্ডে
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিঙ্গেল ফেজ মোটরে স্টার্টিং ওয়াইন্ডিং স্থাপন করা হয়। স্টেটরে এবং রানিং ওয়াইন্ডিং রোটরে স্থাপন করা হয়।
4691. একটি সিঙ্গেল ফেজ মোটরের রোটেটিং পার্টকে বলা হয়-
রোটর
রানিং ওয়াইন্ডিং
স্টেটর
স্টার্টিং ওয়াইন্ডিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিঙ্গেল ফেজ মোটরের স্থির পার্টকে স্টেটর এবং রোটেটিং পার্টকে রোটর বলে।
4692. কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও ০.৫ হলে ১০ ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন?
200 litres
250 litres
350 litres
400 litres
ব্যাখ্যা: Water cement ratio = walght of water / weight of cement = 0.5 = waight of water/10x50 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ কয়েকটি অনুরুপ 1. W/C এর অনুপাত 0.45, 1 bag Cement এ পানির প্রয়োজন 22.5 litre. 2. Concrete এর শক্তিকে প্রভাবিত করে কোনটি W/C ratio. 3. W/C means Water / Cement. 4. 1 gallon 10 lb.
4693. স্টার্টিং ওয়াইন্ডিং-এর পোল রানিং ওয়াইন্ডিং-এর পোল।4-পোল, 50Hz বিশিষ্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ ১%। মোটরের স্পিড হবে-
1250 rpm
1425 rpm
1500 rpm
1200 rpm
4694. একটি ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটরের থাকে-
লো-পাওয়ার ফ্যাক্টর
লো-ইফিসিয়েন্সি
হাই-পাওয়ার ফ্যাক্টর
হাই-স্টার্টিং টর্ক
4695. ১ মিমি পুরু ১০০ বর্গমিটার এমএস প্লেন শিটের ওজন কত?
685 kg
650 kg
785 kg
885 kg
ব্যাখ্যা: Here, A = 100m² 1 mm MS sheet এর ওজন = 7.850A kg/m²=7.850x 100 = 785kg উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ন প্রশ্ন 1. এক ঘনফুট লোহার ওজন 490 lb. 2. 1 ঘনমিটার লোহার ওজন 7850 Kg. 3. লোহার একক ওজন নির্ণয়ের সূত্র D'mm/162.2 Kg/m. 4. এক ঘনমিটার RCC এর ওজন কত- 2400 kg. 5. স্টিলের একক ওজন কত- 7850 Kg/m^3.
4696. 1 m দৈর্ঘের 12 mm লোহার ওজন কত?
0.27 kg
0.888 kg
0.48 kg
1.58 kg
ব্যাখ্যা: Note: 10mm-0.616 kg/m3 suta 12 mm 0.888 kg/m = 4 suta 16 mm 1.579 kg/m = 5 suta 20 mm 2.466 kg/m = 6 suta 22 mm2.983 kg/m = 7 suta 25 mm3.854 kg/m = 8 suta
4697. অনুভূমিক ডিপিসি তে ১:২:৪ অনুপাতে সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
2 cm
3 cm
4 cm
5 cm
ব্যাখ্যা: প্লিছ, জানালার সিল, মেঝে লেভেলের উপর ২.৫ সেমি বা ১ ইঞ্চি থেকে ৪ সেমি পুরু একটি সিমেন্টের আস্তর দেওয়া হয়। একেই ডিপিসি বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন 1. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়- DPC. 2. DPC means Damp Proof Course. 3. For DPC at plinth level, which grade of concrete is used M15. 4. If the soil is dry. DPC for ground floor consists of the layer of Coarse sand.
4698. Number of bricks repuired for making a 5 inch wall of a 500m long and 2m high boundary wall is-(৫০০ মিটার লম্বা এবং ২ মিটার উঁচু সীমানা প্রাচীর তৈরির জন্য প্রয়োজনীয় ইটের সংখ্যা
5000
51000
52000
32000
ব্যাখ্যা: প্রয়োজনীয় ইটের সংখ্যা 500x2 51803 /0.0254×0.076= 51803 Nos ≅ 52000 Nos উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A 200 mm thick wall made of modular bricks is 5m long between cross walls and 3.8 m clear height between RCC slabs at top and bottom. The slenderness ratio of the wall is -15 2. Brick nogging type of partition wall, is constructed by - Constructing brick work within a wooden framework 3. The nominal thickness of one brick wall in mm, is 200 mm 4. The strength of brick masonry in 1:6 cement mortar, is-50 tonnes/m2
4699. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং এর পোল সংখ্যা মেইন ওয়াইন্ডিং-এর পোল সংখ্যার-
চেয়ে বেশি
সমান
চেয়ে কম
কোনোটিই নয়
4700. M35 grade কনক্রিটের জন্য পানি সিমেন্ট অনুপাতের আদর্শ মান কত?
45%
40%
50%
25%
ব্যাখ্যা: কংক্রিটের M15 গ্রেডের মিশ্রণের জন্য প্রতি ৫০ কেজি ব্যাগ সিমেন্টের জন্য সর্বাধিক পরিমাণ পানির প্রয়োজন প্রায় ৩২ লিটার। উত্তর সহ কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Mis grade concrete এ প্রতিরোধক মোমেন্ট ফ্যাক্টর কত- 8.50. 2. M15 means - 15 N/mm^2. 3. M15 means - 1:2:4 4. M20 means - 1:1.5:3. 5. কোনটি concrete এর grade প্রকাশ করে - M20