MCQ
4681. ১ ঘণমিটার কত ঘণফুটের সমান?
36.315
35.020
37.505
35.315
4682. ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটরে-
কোনো সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে না
সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে
লো-পাওয়ার ফ্যাক্টর থাকে
লো-ইফিসিয়েন্সি থাকে
4683. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং এর পোল সংখ্যা মেইন ওয়াইন্ডিং-এর পোল সংখ্যার-
চেয়ে বেশি
সমান
চেয়ে কম
কোনোটিই নয়
4684. M35 grade কনক্রিটের জন্য পানি সিমেন্ট অনুপাতের আদর্শ মান কত?
45%
40%
50%
25%
4685. Considering the voltage regulation of transformer, which one is the best?
1%
3%
2%
4%
4686. What is the frequency (Hz) for a 2-pole generator of speed 1800 rpm?
50 Hz
30 Hz
60 Hz
None
4687. একটি সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং স্থাপন করা হয়-
রোটরে
আর্মেচারে
স্টেটরে
ফিল্ডে
4688. Number of bricks repuired for making a 5 inch wall of a 500m long and 2m high boundary wall is-(৫০০ মিটার লম্বা এবং ২ মিটার উঁচু সীমানা প্রাচীর তৈরির জন্য প্রয়োজনীয় ইটের সংখ্যা
5000
51000
52000
32000
4689. রেজিস্ট্যান্স স্প্লিট ইন্ডাকশন মোটর অত্যন্ত জনপ্রিয় সিঙ্গেল ফেজ মোটর, কারণ-
স্বল্পমূল্য
হাই-স্টার্টিং টর্ক
কম শব্দে চলে
স্টার্টিং পিরিয়ড দীর্ঘ
4690. স্টার্টিং ওয়াইন্ডিং-এর পোল রানিং ওয়াইন্ডিং-এর পোল।4-পোল, 50Hz বিশিষ্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ ১%। মোটরের স্পিড হবে-
1250 rpm
1425 rpm
1500 rpm
1200 rpm
4691. 1 m দৈর্ঘের 12 mm লোহার ওজন কত?
0.27 kg
0.888 kg
0.48 kg
1.58 kg
4692. ১ মিমি পুরু ১০০ বর্গমিটার এমএস প্লেন শিটের ওজন কত?
685 kg
650 kg
785 kg
885 kg
4693. অনুভূমিক ডিপিসি তে ১:২:৪ অনুপাতে সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
2 cm
3 cm
4 cm
5 cm
4694. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেইন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহের আড়াআড়িতে কোন ধরনের সংযোগ করা হয়?
প্যারালেল
সিরিজ প্যারালেল
সিরিজ
কোনোটিই নয়
4695. একটি হাসপাতাল ওয়ার্ডে 14 H.P. ফ্যান চালাতে সর্বোপযুক্ত মোটর কোনটি?
ক্যাপাসিটর রান মোটর
হিস্টেরেসিস মোটর
শেডেড পোল মোটর
সিঙ্গেল ফেজ সিরিজ মোটর
4696. একটি ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটরের থাকে-
লো-পাওয়ার ফ্যাক্টর
লো-ইফিসিয়েন্সি
হাই-পাওয়ার ফ্যাক্টর
হাই-স্টার্টিং টর্ক
4697. একটি সিঙ্গেল ফেজ মোটরের রোটেটিং পার্টকে বলা হয়-
রোটর
রানিং ওয়াইন্ডিং
স্টেটর
স্টার্টিং ওয়াইন্ডিং
4698. ১:২:৪ অনুপাতের 100 cft কনক্রিট তৈরি করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে-
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
4699. Cement required for using 45 litre of water with a W/C ratio of 0.45 for making concrete is (কংক্রিট তৈরির জন্য ০.৪৫ এর W/C অনুপাত সহ ৪৫ লিটার পানি ব্যবহার করার জন্য সিমেন্ট প্রয়োজন)
one bag
two bag
There bag
four bag
4700. কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও ০.৫ হলে ১০ ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন?
200 litres
250 litres
350 litres
400 litres