Image
MCQ
4962. একটি 4-পোল ইন্ডাকশন মোটর MHz উৎস হতে সরবরাহ করা হয় এবং 4% ১০০৭ চলে। মোটরটিয় স্পিড হবে-
1400 rpm
1440 rpm
1500 rpm
1560 rpm
4964. ডিশ অ্যান্টেনার ব্যাস কম লাগবে যদি -
Satellite power output এবং down link frequency উভয়টিই বাড়ানো হয়
উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয়
ডিশটি আরও উঁচুতে বসানো হয়
ডিশটি ৯০° azimuth angle-এ বসানো হয়
4965. Studio transmitter link ব্যবহৃত হয়-
Satellite TV broadcast-
যখন uansmitter থেকে stadio অনেক দূরে অবস্থিত
যখন transmitter এবং studio একই জায়গায় অবস্থিত
Color TV broadcast-
4967. সিঙ্গেল ফেজ মোটরে কোন ধরনের রোটর ব্যবহৃত হয়?
স্কুইরেল কেজ
উন্ড রোটর
স্কুইরেল কেজ অথবা উন্ড রোটর
কোনোটিই নয়
4968. একই রেটিং-এর জন্য একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আকার অনুরূপ 3-ফেজ ইন্ডাকশন মোটরের আকারের প্রায়-
3 গুণ
1.5 গুণ
সমান
0.33 গুণ
4969. নো-লোডে একটি ইন্ডাকশন মোটরের অবস্থা, একটি ট্রান্সফর্মারের অনুরূপ হয়, যার সেকেন্ডারি-
শর্টসার্কিটেড
ওপেন সার্কিটেড
ক্লোজড সার্কিটেড
একটি পরিবর্তনশীল রেজিস্টিভ লোডে সাপ্লাই দিচ্ছে
4970. একটা TV receiver electron-এ Beam হতে হবে-
৬০ মিলিসেকেন্ড
scan time-এর চেয়ে অনেক কম
scan time-এর চেয়ে অনেক বেশি
scan time-এর সমান
4971. একটি TV receiver-এর শব্দ স্বাভাবিক কিন্তু কোনো brightness নেই। Trouble-টি নিম্নোক্ত কোনো circuit হতে পারে-
High-voltage rectifier
Synchro separator
Video amplifier
Video detector
4972. একটি TV receiver কোনো ছবি বা শব্দ দেয় না কিন্তু স্বাভাবিক Raster দেয়। Trouble-টি নিম্নোক্ত এ circuit হতে পারে-
IF amplifier
Local oscillator
Horizontal AFC
AGC
4973. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে রোটরের-
হাই-রেজিস্ট্যান্স থাকে
হাই-রিয়্যাক্ট্যান্স থাকে
বেশি স্লিপ থাকে
লো-রেজিস্ট্যান্স থাকে
4974. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর 2% স্লিপে চলছে। যদি রোটরের ইনপুট 1000W হয়, তবে মোটর কর্তৃক সৃষ্ট মেকানিক্যাল পাওয়ার হবে-
20W
200W
980W
500W
4976. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি অর্ধেক করা হয়, তবে-
সর্বোচ্চ টর্ক একই থাকবে
সর্বোচ্চ টর্ক দ্বিগুণ হবে
সর্বোচ্চ টর্ক অর্ধেক হবে
এয়ার-গ্যাপ ফ্লাক্স অর্ধেক হবে
4978. নিম্নোক্ত সংস্থা যোগাযোগ উপগ্রহের জন্য সমগ্র বিশ্বে প্রযোজ্য নিয়মাবলি প্রণয়ন করে-
ITU
CCIT
Intelsat Consortium
FCC
4979. সকল Standard TV broadcast channel-4 picture এবং Sound carrier frequency-এর পার্থক্য হচ্ছে-
শূন্য MHz
1.25MHz
4.5MHz
6MHz
4980. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয়-
নো-লোডে সর্বোচ্চ
ফুল-লোডে সর্বোচ্চ
নো-লোডে সর্বনিম্ন
সকল লোডে একই