MCQ
4961. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর 2% স্লিপে চলছে। যদি রোটরের ইনপুট 1000W হয়, তবে মোটর কর্তৃক সৃষ্ট মেকানিক্যাল পাওয়ার হবে-
20W
200W
980W
500W
4962. নো-লোডে একটি ইন্ডাকশন মোটরের অবস্থা, একটি ট্রান্সফর্মারের অনুরূপ হয়, যার সেকেন্ডারি-
শর্টসার্কিটেড
ওপেন সার্কিটেড
ক্লোজড সার্কিটেড
একটি পরিবর্তনশীল রেজিস্টিভ লোডে সাপ্লাই দিচ্ছে
4963. ডিশ অ্যান্টেনার ব্যাস কম লাগবে যদি -
Satellite power output এবং down link frequency উভয়টিই বাড়ানো হয়
উচ্চ ফ্রিকুয়েন্সি ব্যবহৃত হয়
ডিশটি আরও উঁচুতে বসানো হয়
ডিশটি ৯০° azimuth angle-এ বসানো হয়
4964. একটি 4-পোল ইন্ডাকশন মোটর MHz উৎস হতে সরবরাহ করা হয় এবং 4% ১০০৭ চলে। মোটরটিয় স্পিড হবে-
1400 rpm
1440 rpm
1500 rpm
1560 rpm
4965. প্রতিটি Picture frame-এ line-এর সংখ্যা হচ্ছে-
600
675
700
625
4966. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অধিকাংশই বিশিষ্ট।
2-পোল
৪-পোল
6-পোল
4-পোল
4967. একটি TV receiver কোনো ছবি বা শব্দ দেয় না কিন্তু স্বাভাবিক Raster দেয়। Trouble-টি নিম্নোক্ত এ circuit হতে পারে-
IF amplifier
Local oscillator
Horizontal AFC
AGC
4968. একটা TV receiver electron-এ Beam হতে হবে-
৬০ মিলিসেকেন্ড
scan time-এর চেয়ে অনেক কম
scan time-এর চেয়ে অনেক বেশি
scan time-এর সমান
4969. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয়-
নো-লোডে সর্বোচ্চ
ফুল-লোডে সর্বোচ্চ
নো-লোডে সর্বনিম্ন
সকল লোডে একই
4970. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে রোটরের-
হাই-রেজিস্ট্যান্স থাকে
হাই-রিয়্যাক্ট্যান্স থাকে
বেশি স্লিপ থাকে
লো-রেজিস্ট্যান্স থাকে
4971. সকল Standard TV broadcast channel-4 picture এবং Sound carrier frequency-এর পার্থক্য হচ্ছে-
শূন্য MHz
1.25MHz
4.5MHz
6MHz
4972. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি অর্ধেক করা হয়, তবে-
সর্বোচ্চ টর্ক একই থাকবে
সর্বোচ্চ টর্ক দ্বিগুণ হবে
সর্বোচ্চ টর্ক অর্ধেক হবে
এয়ার-গ্যাপ ফ্লাক্স অর্ধেক হবে
4973. সিঙ্গেল ফেজ মোটরে কোন ধরনের রোটর ব্যবহৃত হয়?
স্কুইরেল কেজ
উন্ড রোটর
স্কুইরেল কেজ অথবা উন্ড রোটর
কোনোটিই নয়
4974. নিম্নোক্ত সংস্থা যোগাযোগ উপগ্রহের জন্য সমগ্র বিশ্বে প্রযোজ্য নিয়মাবলি প্রণয়ন করে-
ITU
CCIT
Intelsat Consortium
FCC
4975. একটা Picture-এর Light shade-এর প্রতিটি ছোট arca-কে বলা হয়-
line
frame
snapshot
pixel
4976. একটা Picture frame-এর aspect ratio হচ্ছে-
4:3
এটার widthও height-এর যে-কোনো অনুপাত
3:4
20 inch
4977. Vidicon image plate-এর ব্যাস প্রায়-
১ ইঞ্চি
৫ইঞ্চি
৩ ইঞ্চি
২ ইঞ্চি
4978. একই রেটিং-এর জন্য একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আকার অনুরূপ 3-ফেজ ইন্ডাকশন মোটরের আকারের প্রায়-
3 গুণ
1.5 গুণ
সমান
0.33 গুণ
4979. একটি TV receiver-এর শব্দ স্বাভাবিক কিন্তু কোনো brightness নেই। Trouble-টি নিম্নোক্ত কোনো circuit হতে পারে-
High-voltage rectifier
Synchro separator
Video amplifier
Video detector
4980. Studio transmitter link ব্যবহৃত হয়-
Satellite TV broadcast-
যখন uansmitter থেকে stadio অনেক দূরে অবস্থিত
যখন transmitter এবং studio একই জায়গায় অবস্থিত
Color TV broadcast-