MCQ
5181. World Communication ব্যবস্থার জন্য কয়টি Satellite প্রয়োজন?
৩টি
৫টি
৪টি
২টি
5182. Non-coherently Detection কোন মডুলেশনের জন্য প্রযোজ্য নয়?
PSK
ASK
FSK
ক ও গ
5183. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
5184. Wi-Fi সিস্টেমে SNR-এর মান নিম্নতম-
২৫ dB
২৫ dB
৭৫ dB
১০০ dB
5185. একটি রাডার সিস্টেমে PRF-কে বুঝায়-
Power Return Factor
Pulse Return Factor
Pulse Repetition Frequency
Pulse Response Factor
5186. TV Transmitter-এর সাউন্ড এর জন্য কোন মডুলেশন ব্যবহার করা হয়?
ফেজ মডুলেশন
Amplitude মডুলেশন
Frequency মডুলেশন
Pulse কোড মডুলেশন
5187. একটি Geostationary Satellite-এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে আনুমানিক-
40756km
25700km
30500km
35786km
5188. যদি ৫০০Hz এবং ১/ ২,২৫kHz হয়, তবে মডুলেশন Index হবে-
২.২৫
৪.৫
৯
১৮
5189. একটি Antenna-এর Directive gain-কে বুঝায়-
পাওয়ারের অনুপাত
ভোল্টেজের অনুপাত
কারেন্টের অনুপাত
দূরত্বের অনুপাত
5190. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
অর্ধেক
5191. Amplitude modulation-এর ক্ষেত্রে Bandwidth (BW) হলো-
BW=3fm
BW = fm
BW=2fm
BW=4fm
5192. Quantizing error পাওয়া যায়-
TDM
FDM
PCM
PWD
5193. VSB-এর পূর্ণরূপ কী?
Very Small Band
Very Simple Band
Vestigial Side Band
Very Specific Band
5194. একটি Amplifier বর্তনীতে coupling capacitor ব্যবহার করা হয়-
Impedance matching
DC blocking
Bandwidth limit
Gain increase
5195. Bangabandhu Satellite-এর অরবিটাল অবস্থান-
119.1°E
120.1 NE
70.5 SE
119.1°W
5196. Push-Pull Amplifier একটি-
ভোল্টেজ Amplifier
কারেন্ট Amplifier
Power Amplifier
কোনোটিই নয়
5197. CATV হলো-
Common Antenna TV
Community Antenna TV
Cable Antenna TV
Channel Antenna TV
5198. Bangabandhu Satellite-এ সর্বমোট Transponder- এর সংখ্যা-
26
40
14
36
5199. নিম্নের কোনটিতে Resonant সার্কিট ব্যবহার হয়?
অডিও Amplifier
RF Amplifier
ক ও খ
কোনোটিই না
5200. রঙিন Colour TV রিসিভারে Varactor Diode ব্যবহার করা হয়-
Detection
রেক্টিফিকেশন
Tuning
ক ও খ