Image
MCQ
5244. কোন ধরনের Test-এ ক্যাবলের দৈর্ঘ্য জানার প্রয়োজন হয় না?
ব্ল‍্যাভিয়ার টেস্টের ক্ষেত্রে
মারি লুপ
ভারলি লুপ
ইন্ডাকশন
5245. AC system primary transmission করা হয়-
3 ফেজ 3 তার দ্বারা
2 ফেজ 3 তার দ্বারা
3 ফেজ 4 তার দ্বারা
2 ফেজ মধ্যবিন্দু অর্থাৎ এর মাধ্যমে
5248. যে লোডের জন্য ফেরান্টি ইফেক্ট আসে, তাকে কী বলে?
ক্যাপাসিটিভ লোড
রেজিস্টিভ লোড
ইন্ডাক্টিভ লোড
বাল্ব
5249. কন্ডাক্টরের ইকোনমিক সাইজ নির্ণয় করা হয়-
ওহমের সূত্র দ্বারা
কারশফের সূত্রের দ্বারা
কেলভিনের সূত্রের দ্বারা
জুলের সূত্রের দ্বারা
5253. আন্ডারগ্রাউন্ড ফল্টের কোন ক্ষেত্রে ইন্ডাকশন টেস্ট করা হয়?
গ্রাউন্ড ফল্ট
ওপেন সার্কিট ফল্ট
শর্টসার্কিট ফল্ট
আর্থ ফল্ট
5256. রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টিভ পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কোন ধরনের রিয়্যাকট্যান্স উপাদান?
সিরিজ উপাদান
মিশ্র
প্যারালেল
ডেল্টা
5258. দীর্ঘ পরিবহন লাইন বিশ্লেষণে কোন পদ্ধতি বেশি কার্যকর?
রিগোরাস পদ্ধতি
TT পদ্ধতি
T পদ্ধতি
End condenser পদ্ধতি
5259. একটি ট্রান্সমিশন লাইন, যার Z= 75Ω, 300Ω লোডে পাওয়ার সরবরাহ করছে, এর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও (SWR) কত হবে? 1:4 2:1 1:2 4:1
1:4
2:1
1:2
4:1