MCQ
5241. কোন ধরনের লাইনের জন্য মারী লুপ টেস্ট উপযোগী?
স্বল্প
দীর্ঘ
মধ্যম
স্টার
5242. একটি ভালো ডিস্ট্রিবিউশন পদ্ধতিতে লাইনের দক্ষতা কত থাকা উচিত?
প্রায় 90%
70%
80%
60%
5243. পাওয়ার ফ্যাক্টর কম হলে লাইন ড্রপ কেমন হয়?
কম
বেশি
অপরিবর্তনীয়
যে-কোনোটি
5244. কোন ধরনের Test-এ ক্যাবলের দৈর্ঘ্য জানার প্রয়োজন হয় না?
ব্ল্যাভিয়ার টেস্টের ক্ষেত্রে
মারি লুপ
ভারলি লুপ
ইন্ডাকশন
5245. AC system primary transmission করা হয়-
3 ফেজ 3 তার দ্বারা
2 ফেজ 3 তার দ্বারা
3 ফেজ 4 তার দ্বারা
2 ফেজ মধ্যবিন্দু অর্থাৎ এর মাধ্যমে
5246. স্কিন ইফেক্ট বেশি হলে রোধ কী হয়?
কমে
অপরিবর্তনীয়
বাড়ে
সব কয়টি
5247. কোন ধরনের লাইনের জন্য ভারলী লুপ টেস্ট উপযোগী?
স্বল্প
দীর্ঘ
মধ্যম
স্টার
5248. যে লোডের জন্য ফেরান্টি ইফেক্ট আসে, তাকে কী বলে?
ক্যাপাসিটিভ লোড
রেজিস্টিভ লোড
ইন্ডাক্টিভ লোড
বাল্ব
5249. কন্ডাক্টরের ইকোনমিক সাইজ নির্ণয় করা হয়-
ওহমের সূত্র দ্বারা
কারশফের সূত্রের দ্বারা
কেলভিনের সূত্রের দ্বারা
জুলের সূত্রের দ্বারা
5250. ডিস্ট্রিবিউটরে ভোল্টেজ ড্রপের সীমারেখা মোটামুটি কত?
±5%
±6%
±4%
±3%
5251. কোন লুপ টেস্টে পরিবর্তনশীল রেজিস্টর লাগে?
মারি লুপ
ব্লাভিয়ার
ভারলি লুপ
ইন্ডাকশন
5252. :1 এর SWR যদি একটি লাইনে থাকে, তবে এর রিফ্লেকশন কো-ইফিসিয়েন্ট কত হবে?
0.256
0.8<60°
0.6
1.67
5253. আন্ডারগ্রাউন্ড ফল্টের কোন ক্ষেত্রে ইন্ডাকশন টেস্ট করা হয়?
গ্রাউন্ড ফল্ট
ওপেন সার্কিট ফল্ট
শর্টসার্কিট ফল্ট
আর্থ ফল্ট
5254. যা হতে ট্যাপিং, পয়েন্ট নেওয়া হয় তার নাম কী?
ডিস্ট্রিবিউটর
টাওয়ার
ফিডার
পোল
5255. সমগ্র লাইনের লাইন কনস্ট্যান্ট কীভাবে বণ্টিত হয়?
সমভাবে
প্যারালেল
সিরিজে
সব কয়টি
5256. রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টিভ পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কোন ধরনের রিয়্যাকট্যান্স উপাদান?
সিরিজ উপাদান
মিশ্র
প্যারালেল
ডেল্টা
5257. পাওয়ার অন থাকা অবস্থায় কত ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়?
2.4ΜΩ
1ΜΩ
3ΜΩ
4ΜΩ
5258. দীর্ঘ পরিবহন লাইন বিশ্লেষণে কোন পদ্ধতি বেশি কার্যকর?
রিগোরাস পদ্ধতি
TT পদ্ধতি
T পদ্ধতি
End condenser পদ্ধতি
5259. একটি ট্রান্সমিশন লাইন, যার Z= 75Ω, 300Ω লোডে পাওয়ার সরবরাহ করছে, এর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও (SWR) কত হবে? 1:4 2:1 1:2 4:1
1:4
2:1
1:2
4:1
5260. এসি ডিস্ট্রিবিউশন সিস্টেমের সমাধান করা হয় কতভাবে?
তিনভাবে
চারভাবে
দুভাবে
একভাবে