EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5241. AC system primary transmission করা হয়-
3 ফেজ 3 তার দ্বারা
2 ফেজ 3 তার দ্বারা
3 ফেজ 4 তার দ্বারা
2 ফেজ মধ্যবিন্দু অর্থাৎ এর মাধ্যমে
5243. আন্ডারগ্রাউন্ড ফল্টের কোন ক্ষেত্রে ইন্ডাকশন টেস্ট করা হয়?
গ্রাউন্ড ফল্ট
ওপেন সার্কিট ফল্ট
শর্টসার্কিট ফল্ট
আর্থ ফল্ট
5244. পাওয়ার ফ্যাক্টর কম হলে লাইন ড্রপ কেমন হয়?
কম
বেশি
অপরিবর্তনীয়
যে-কোনোটি
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর কম হলে লাইন ড্রপ বেশি হয়।
5248. সমগ্র লাইনের লাইন কনস্ট্যান্ট কীভাবে বণ্টিত হয়?
সমভাবে
প্যারালেল
সিরিজে
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমগ্র লাইনের লাইন কনস্ট্যান্ট সমভাবে বণ্টিত হয়।
5249. একটি ট্রান্সমিশন লাইন, যার Z= 75Ω, 300Ω লোডে পাওয়ার সরবরাহ করছে, এর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও (SWR) কত হবে? 1:4 2:1 1:2 4:1
1:4
2:1
1:2
4:1
5250. স্কিন ইফেক্ট বেশি হলে রোধ কী হয়?
কমে
অপরিবর্তনীয়
বাড়ে
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: এসি বিদ্যুৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্যদিয়ে প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহীর ভিতরে প্রবেশ না করে এর সারফেস দিয়ে প্রবাহিত হতে চেষ্টা করে এটাকে স্কিন ইফেক্ট বলে। স্কিন ইফেক্টের কারণে লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, ফলে লাইন লসও বৃদ্ধি পায়।
5252. কোন ধরনের Test-এ ক্যাবলের দৈর্ঘ্য জানার প্রয়োজন হয় না?
ব্ল‍্যাভিয়ার টেস্টের ক্ষেত্রে
মারি লুপ
ভারলি লুপ
ইন্ডাকশন
5253. দীর্ঘ পরিবহন লাইন বিশ্লেষণে কোন পদ্ধতি বেশি কার্যকর?
রিগোরাস পদ্ধতি
TT পদ্ধতি
T পদ্ধতি
End condenser পদ্ধতি
5255. কন্ডাক্টরের ইকোনমিক সাইজ নির্ণয় করা হয়-
ওহমের সূত্র দ্বারা
কারশফের সূত্রের দ্বারা
কেলভিনের সূত্রের দ্বারা
জুলের সূত্রের দ্বারা
ব্যাখ্যা: ব্যাখ্যা: The kelvin's law states that the most economical size of a conductor is that for which annual interest and depreciation on the capital cost of the conduction is equal to the annual cost of energy loss.
5257. রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টিভ পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কোন ধরনের রিয়্যাকট্যান্স উপাদান?
সিরিজ উপাদান
মিশ্র
প্যারালেল
ডেল্টা
5258. যে লোডের জন্য ফেরান্টি ইফেক্ট আসে, তাকে কী বলে?
ক্যাপাসিটিভ লোড
রেজিস্টিভ লোড
ইন্ডাক্টিভ লোড
বাল্ব
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটিভ লোডে ফেরান্টি ইফেক্ট আসে।