5250. স্কিন ইফেক্ট বেশি হলে রোধ কী হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: এসি বিদ্যুৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্যদিয়ে প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহীর ভিতরে প্রবেশ না করে এর সারফেস দিয়ে প্রবাহিত হতে চেষ্টা করে এটাকে স্কিন ইফেক্ট বলে। স্কিন ইফেক্টের কারণে লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, ফলে লাইন লসও বৃদ্ধি পায়।