Image
MCQ
5141. একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফর্মারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে থাকে-
নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
নিম্নতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
5142. একটি ট্রান্সফর্মারের প্রাইমারির প্রতি টার্ন ভোল্টেজ, সেকেন্ডারির প্রতি টার্ন ভোল্টেজের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়
5143. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে সংযুক্ত থাকে?
বৈদ্যুতিকভাবে
যান্ত্রিকভাবে
চৌম্বকভাবে
বৈদ্যুতিক ও চৌম্বকভাবে
5144. ৫০০/২০০ ভোল্ট, ৫ কে.ভি.এ একটি ট্রান্সফরমারের দ্বিতীয়াতে ৮০ টার্ন আছে। প্রথমটিতে টার্নের সংখ্যা-
১০০
২০০
১৫০
২৫০
5145. অল্টারনেটরে টারমিনাল ভোল্টেজ ইএমএফ এর চেয়ে কম, কারণ-
আর্মেচার ড্রপ
সিনক্রোনাস রিয়্যাক্ট্যান্স ড্রপ
আর্মেচার রিয়‍্যাকশন
সবগুলো
5146. টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক ব্যবহৃত হয়?
সংকর চুম্বক
অস্থায়ী চুম্বক
সিরামিক চুম্বক
এলিনকো
5147. ৩ ফেজ ৬ পোল বিশিষ্ট একটি অল্টারনেটর ১০০০ আর.পি.এম গতিতে ঘুরে ৩ ফেজ, ৮ পোল বিশিষ্ট একটি ইন্ডাকশন মোটরের সরবরাহ দিচ্ছে। কারেন্টের ফ্রিকুয়েন্সি-
১.৫ হার্টজ
৫০ হার্টজ
১৫ হার্টজ
২৫ হার্টজ
5148. দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারিতে ইনডিসড্ ভোল্টেজ সর্বদাই-
পরিমাণে সমান থাকে
পরস্পর বিপরীত ফেজে থাকে
পরস্পর ইন-ফেজে থাকে
সেকেন্ডারি লোড কর্তৃক নির্ধারিত হয়
5149. একটি আদর্শ ট্রান্সফর্মার সেটি, যার-
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য একটি কমন কোর আছে
কোনো লস্ এবং ম্যাগনেটিক লিকেজ নেই
স্টেইনলেস স্টিলের কোর এবং বিশুদ্ধ তামার ওয়াইন্ডিং আছে
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর আন্তঃসংযোগ আছে
5150. একটি আদর্শ ট্রান্সফর্মারে নো-লোড কারেন্ট --
V₁-এর 90° পিছনে থাকে
V₁-এর 90° অগ্রগামী থাকে
V₁-এর সাথে ইন-ফেজ থাকে
V₁-এর ০° হতে 90° পিছনে থাকে
5151. একটি ট্রান্সফর্মার একটি দক্ষ যন্ত্র, কারণ এটি-
একটি স্থির যন্ত্র
ইন্ডাকটিভ কাপলিং ব্যবহার করে
ক্যাপাসিটিভ কাপলিং ব্যবহার করে
বৈদ্যুতিক কাপলিং ব্যবহার করে
5153. ট্রান্সফরমার অয়েলের থাকা প্রয়োজন-
লো-ভিসকোসিটি
উচ্চ ভিসকোসিটি
কিছু পরিমাণ জলকণা
কিছু পরিমাণ মালঞ্চ
5154. একটি ট্রান্সফর্মারের নো-লোড টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস
ট্রান্সফর্মারের দক্ষতা
ম্যাগনেটাইজিং কারেন্ট
5155. একটি স্টেপ-আপ ট্রান্সফর্মার কোনটি বৃদ্ধি করে?
ভোল্টেজ
কারেন্ট
পাওয়ার
ফ্রিকুয়েন্সি
5156. যদি একটি ট্রান্সফর্মারের সরবরাহ ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে আয়রন লস-
হ্রাস পাবে
বৃদ্ধি পাবে
কিছুই হবে না
কোনোটিই নয়
5157. একটি ট্রান্সফর্মারের বেশি সংখ্যক প্যাঁচবিশিষ্ট ওয়াইন্ডিংকে বলা হয়-
লো-ভোল্টেজ ওয়াইন্ডিং
হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
লো-অথবা হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
উপরের কোনোটিই না
5158. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
শব্দতরঙ্গ
তাপতরঙ্গ
ভূ-তরঙ্গ
তাড়িত চৌম্বক তরঙ্গ
5160. যদি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস গতি এর প্রকৃত গতির সমান হয়, তবে উৎপন্ন টর্ক হবে-
ইউনিটি
অসীম
শূন্য
কোনোটিই নয়