Image
MCQ
5141. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
শব্দতরঙ্গ
তাপতরঙ্গ
ভূ-তরঙ্গ
তাড়িত চৌম্বক তরঙ্গ
5142. ৫০০/২০০ ভোল্ট, ৫ কে.ভি.এ একটি ট্রান্সফরমারের দ্বিতীয়াতে ৮০ টার্ন আছে। প্রথমটিতে টার্নের সংখ্যা-
১০০
২০০
১৫০
২৫০
5143. একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফর্মারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে থাকে-
নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
নিম্নতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
5145. দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারিতে ইনডিসড্ ভোল্টেজ সর্বদাই-
পরিমাণে সমান থাকে
পরস্পর বিপরীত ফেজে থাকে
পরস্পর ইন-ফেজে থাকে
সেকেন্ডারি লোড কর্তৃক নির্ধারিত হয়
5146. একটি ট্রান্সফর্মার একটি দক্ষ যন্ত্র, কারণ এটি-
একটি স্থির যন্ত্র
ইন্ডাকটিভ কাপলিং ব্যবহার করে
ক্যাপাসিটিভ কাপলিং ব্যবহার করে
বৈদ্যুতিক কাপলিং ব্যবহার করে
5147. একটি আদর্শ ট্রান্সফর্মারে নো-লোড কারেন্ট --
V₁-এর 90° পিছনে থাকে
V₁-এর 90° অগ্রগামী থাকে
V₁-এর সাথে ইন-ফেজ থাকে
V₁-এর ০° হতে 90° পিছনে থাকে
5148. একটি ট্রান্সফর্মারের প্রাইমারির প্রতি টার্ন ভোল্টেজ, সেকেন্ডারির প্রতি টার্ন ভোল্টেজের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়
5150. অল্টারনেটরে টারমিনাল ভোল্টেজ ইএমএফ এর চেয়ে কম, কারণ-
আর্মেচার ড্রপ
সিনক্রোনাস রিয়্যাক্ট্যান্স ড্রপ
আর্মেচার রিয়‍্যাকশন
সবগুলো
5151. একটি ট্রান্সফর্মারের বেশি সংখ্যক প্যাঁচবিশিষ্ট ওয়াইন্ডিংকে বলা হয়-
লো-ভোল্টেজ ওয়াইন্ডিং
হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
লো-অথবা হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
উপরের কোনোটিই না
5152. ট্রান্সফরমার অয়েলের থাকা প্রয়োজন-
লো-ভিসকোসিটি
উচ্চ ভিসকোসিটি
কিছু পরিমাণ জলকণা
কিছু পরিমাণ মালঞ্চ
5153. যদি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস গতি এর প্রকৃত গতির সমান হয়, তবে উৎপন্ন টর্ক হবে-
ইউনিটি
অসীম
শূন্য
কোনোটিই নয়
5154. একটি আদর্শ ট্রান্সফর্মার সেটি, যার-
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য একটি কমন কোর আছে
কোনো লস্ এবং ম্যাগনেটিক লিকেজ নেই
স্টেইনলেস স্টিলের কোর এবং বিশুদ্ধ তামার ওয়াইন্ডিং আছে
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর আন্তঃসংযোগ আছে
5155. একটি স্টেপ-আপ ট্রান্সফর্মার কোনটি বৃদ্ধি করে?
ভোল্টেজ
কারেন্ট
পাওয়ার
ফ্রিকুয়েন্সি
5156. যদি একটি ট্রান্সফর্মারের সরবরাহ ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে আয়রন লস-
হ্রাস পাবে
বৃদ্ধি পাবে
কিছুই হবে না
কোনোটিই নয়
5157. ৩ ফেজ ৬ পোল বিশিষ্ট একটি অল্টারনেটর ১০০০ আর.পি.এম গতিতে ঘুরে ৩ ফেজ, ৮ পোল বিশিষ্ট একটি ইন্ডাকশন মোটরের সরবরাহ দিচ্ছে। কারেন্টের ফ্রিকুয়েন্সি-
১.৫ হার্টজ
৫০ হার্টজ
১৫ হার্টজ
২৫ হার্টজ
5158. টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক ব্যবহৃত হয়?
সংকর চুম্বক
অস্থায়ী চুম্বক
সিরামিক চুম্বক
এলিনকো
5159. একটি ট্রান্সফর্মারের নো-লোড টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস
ট্রান্সফর্মারের দক্ষতা
ম্যাগনেটাইজিং কারেন্ট
5160. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে সংযুক্ত থাকে?
বৈদ্যুতিকভাবে
যান্ত্রিকভাবে
চৌম্বকভাবে
বৈদ্যুতিক ও চৌম্বকভাবে