ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সকল ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে সেগুলো হলো-
(i) কন্ডাক্টরের ওজন, (ii) স্প্যানের দৈর্ঘ্য, (iii) কার্যকরী টান, (iv)
তাপমাত্রা, (v) কন্ডাক্টরের ঝুলনে ঝড় ও বরফের প্রভাব ইত্যাদি।
5307. Overhead line-এ conductor হিসেবে ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হলে পুরো System লোডশেডিং করার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকাতে লোডশোডিং করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য।
5309. কত ভোল্টেজের বেশি হলে সাস্পেনশন টাইপ Insulator ব্যবহার করা হয়?