Image
MCQ
5281. যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
ফসিওলজি
মারফোলজি
প্যালিয়েন্টোলজি
ফাইটোজেনি
5282. 'আকাদামি' কোন ভাষার শব্দ?
ফারসি
ফরাসি
ইংরেজি
গ্রিক
5284. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ
5285. বিশ্ব বিখ্যাত কম্পিউটার নিমার্তা প্রতিষ্ঠান IBM কে বলা হয়-
ব্লু উইন্ডো
ব্লু হান্টার
গ্রে ব্লু
বিগ ব্লু
5286. ২০২৩ সালে শান্তিতে নোবেল জয়ীর নাম কী?
খামা আমিনি
ইয়েন ফসে
নার্গিস মোহাম্মদী
শিরিন এবাদি
5287. মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি?
ভিটামিন
পানি
স্নেহ পদার্থ
খনিজ লবন
5290. 'বনলতা সেন' কবিতাটি রচনা করেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর.
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
5291. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর উল্লেখ করা হয়েছে?
৩ নং
৪ নং
৫ নং
৬ নং
5292. দুইটি সংখ্যার গ.সা.গু 11 ও ল.সা.গু 7700 একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
318
308
283
279
5295. 'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নি + রোগ
নিঃ + রোগ
নী + রোগ
নীঃ + রোগ
5297. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
জিংক
আয়োডিন
ক্যালসিয়াম
আয়রন
5298. অপরাজেয় কথাশিল্পী হলেন-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
5299. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?
৯৯.৯৭%
৯৮%
৯৪%
৯০%
5300. 'হালে পানি পাওয়া' এর অর্থ কী?
বিপদে পড়া
বিপদমুক্ত হওয়া
বিপদাপন্ন
বিপদে ধৈর্য ধরা