5438. বিলের অপারেটিং টাইম কত?
ব্যাখ্যা: ব্যাখ্যা: ত্রুটি সংঘটিত হওয়ার মুহূর্ত থেকে রিলে কন্ট্যাক্ট দিয়ে সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিট ক্লোজ হওয়া পর্যন্ত সময়কে অপারেটিং টাইম বলে। আধুনিক উচ্চ গতির রিলের অপারেটিং টাইপ। থেকে 2 সাইকেলে বা 0.02 সেকেন্ড থেকে 0.04 সেকেন্ড।