MCQ
5361. ডাটা মেমরিতে সংরক্ষিত ইনফরমেশনকে কী বলে?
Data ফাইল
এক্সিকিউশন মেমরি
অ্যাপ্লিকেশন মেমরি
কোনোটিই নয়
5362. পাওয়ার রেল (Power rail) এর মাঝখানে অনুভূমিক লাইনে বর্তনী সংযুক্ত করা হয়। এই অনুভূমিক লাইনকে কী বলে?
Rung
Power rail
Latching
All of them
5363. Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে নিচের কোন Relay বাবহৃত হয়?
Battery-backed Relay
Master Control Relay
Internal Relay
All of them
5364. নিচের Networking technology-গুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে (বা সবচেয়ে কাছাকাছি) তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়?
Wimax
GSM
WiFi
Bluetooth
5365. নিচের কোনটি Browser নয়?
Chrome
Firefox
Facebook
Safari
5366. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semi-conductor memory
Electromechanical element
5367. BIOS দিয়ে কী বুঝানো হয়?
Basic Input/Output System
Basic Interrupt/Output System
Basic Interrupt/Outcome System
উপরের কোনোটিই নয়
5368. কতকগুলো চিত্র সংকেতের মাধ্যমে গঠিত একটি সুনির্দিষ্ট কাঠামো, যা একটি নির্দিষ্ট ইনফরমেশন বহন করে, তার নাম কী?
টেক্সচারাল ল্যাংগুয়েজ
গ্রাফিক্যাল ল্যাংগুয়েজ
ল্যাডার ডায়াগ্রাম ল্যাংগুয়েজ
কোনোটিই নয়
5369. Power system-এ GIS বলতে কী বুঝায়?
Group Insurance System
Gas Insulated Service
Gas Insulated Switchgear
Gear Insulated Switchgear
5370. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
5371. নিচের কোনটি image ফাইলের extension হিসাব- ব্যবহৃত হয়?
.docx
.xls
.jpg
কোনোটিই নয়
5372. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
MCB
Fuse
Isolator
ক এবং খ উভয়ই
5373. Buchholz রিলে কোথায় ব্যবহৃত হয়?
Alternator
Induction motor
ট্রান্সফরমার
Synchronous মোটর
5374. বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়-
ভোল্ট
অ্যাম্পিয়ার
ফ্যারাডে
হেনরী
5375. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
5376. PLC-তে মেমরিকে কয়টি ভাগে ভাগ করা হয়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ভাগে
5377. ল্যাডার ডায়াগ্রাম দুটি উল্লম্ব (Vertical) লাইনের সমন্বয়ে গঠিত। এ লাইনকে কী বলে?
রাং (Rung)
পাওয়ার রেল (Power rail)
ল্যাচিং (Latching)
None of them
5378. পিএলসি-এর অভ্যন্তরে কিছু উপাদান থাকে, যেগুলো ডাটা ধরে রাখতে পারে এবং রিলের মতো কাজ করে, তার নাম কী?
Master Control Relay
Internal Relay
Battery-backed Relay
None of them
5379. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
5380. PLC সিস্টেমে চেকিং এবং ইন্টারনাল কাউন্টার ও টাইমার-এর মান হালনাগাদ করাকে কী বলে?
ডাটা ফাইল
স্ক্যান
ভাটা মেমরি
অ্যাপ্লিকেশন মেমরি