EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5361. কতকগুলো চিত্র সংকেতের মাধ্যমে গঠিত একটি সুনির্দিষ্ট কাঠামো, যা একটি নির্দিষ্ট ইনফরমেশন বহন করে, তার নাম কী?
টেক্সচারাল ল্যাংগুয়েজ
গ্রাফিক্যাল ল্যাংগুয়েজ
ল্যাডার ডায়াগ্রাম ল্যাংগুয়েজ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ল্যাডার ডায়াগ্রাম দুটি উল্লম্ব (vertical) লাইনের সমন্বয়ে গঠিত ল্যাডার ডায়াগ্রাম আঁকতে যে দুটি লাইন ব্যবহার করা হয় তাকে Power rail বলে।
5362. BIOS দিয়ে কী বুঝানো হয়?
Basic Input/Output System
Basic Interrupt/Output System
Basic Interrupt/Outcome System
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: BIOS মানে Basic input output system। এর মধ্যে কিছু bformation save করা থাকে। এই information-গুলোর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে, কম্পিউটারের সঙ্গে যুক্ত Component/peripherul-গুলোর Instruction flow-গুলোকে কীভাবে Control করতে হবে।
5363. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
ব্যাখ্যা: ব্যাখ্যা: অল্টারনেটরের ক্ষেত্রে ওভারলোড প্রটেকশন ব্যবহার করা হয় না। কেননা, মডার্ন অল্টারনেটরগুলোতে উচ্চ ইম্পিড্যান্স বিদ্যমান থাকে, যার ফলে অল্টারনেটরসমূহে উচ্চ তাপমাত্রায় সামান্য সময়ের জন্য শর্টসার্কিট হয়ে ডিসকানেক্ট হতে পারে।
5364. ডাটা মেমরিতে সংরক্ষিত ইনফরমেশনকে কী বলে?
Data ফাইল
এক্সিকিউশন মেমরি
অ্যাপ্লিকেশন মেমরি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ডাটা মেমরিতে সংরক্ষিত ইনফরমেশনকে ডাটা ফাইল বলে।
5366. PLC সিস্টেমে চেকিং এবং ইন্টারনাল কাউন্টার ও টাইমার-এর মান হালনাগাদ করাকে কী বলে?
ডাটা ফাইল
স্ক্যান
ভাটা মেমরি
অ্যাপ্লিকেশন মেমরি
ব্যাখ্যা: PLC সিস্টেমে চেকিং এবং ইন্টারনাল কাউন্টার ও টাইমার- এর মান আপডেট করাকে স্ক্যান বলে।
5367. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
MCB
Fuse
Isolator
ক এবং খ উভয়ই
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বৈদ্যুতিক যন্ত্রপাতি সংরক্ষণে Fuse-এর ব্যবহার সবচেয়ে বেশি। Fuse হিসেবে বিভিন্ন মানের তার ব্যবহার করা হয়। যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন Fuse-টি পুড়ে গিয়ে`যন্ত্রটিকে অতিরিক্ত বিদ্যুৎ হতে রক্ষা করে।
5368. Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে নিচের কোন Relay বাবহৃত হয়?
Battery-backed Relay
Master Control Relay
Internal Relay
All of them
ব্যাখ্যা: Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও backed Relay ব্যবহার করা হয়। PLC ব্যবহার করার সময় যদি পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে সমস্ত রিলে বন্ধ হয়ে যাবে, তাই শক্তি পুনরুদ্ধার করার জন্য Battery-backed Relay ব্যবহার করা হয়।
5369. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semi-conductor memory
Electromechanical element
ব্যাখ্যা: VCR-এ ইলেকট্রিক্যাল Audio সিগন্যালকে ম্যাগনেটিক এনার্জিতে রূপান্তর করে উক্ত এনার্জিকে Magnetic sape সংরক্ষণ করা হয়।
5370. Buchholz রিলে কোথায় ব্যবহৃত হয়?
Alternator
Induction motor
ট্রান্সফরমার
Synchronous মোটর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সফর্মারের অভ্যন্তীরণ ফল্টসমূহকে প্রটেক্ট করার জন্য Buchholz রিলে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ ফল্টগুলোর মধ্যে রয়েছে শর্ট সার্কিট ফল্ট, Inter turn fault, Incipient winding fault ইত্যাদি।
5371. পাওয়ার রেল (Power rail) এর মাঝখানে অনুভূমিক লাইনে বর্তনী সংযুক্ত করা হয়। এই অনুভূমিক লাইনকে কী বলে?
Rung
Power rail
Latching
All of them
ব্যাখ্যা: পিএলসি-এর অভ্যন্তরে কিছু উপাদান থাকে, যে গুলো ডাটা ধরে রাখিতে পারে এবং রিলের মতো কাজ করে তাকে internal Relay বলে।
5372. নিচের Networking technology-গুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে (বা সবচেয়ে কাছাকাছি) তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়?
Wimax
GSM
WiFi
Bluetooth
ব্যাখ্যা: Wimax 50-90km দূরত্বে যোগাযোগ করতে পারে। W 100m পর্যন্ত যোগাযোগ করতে পারে। GSM 850 প্রায় 3.5km দূরত্বে যোগাযোগ করে, আর Muchoch সর্বোচ্চ দূতত্বে যোগাযোগ করতে পারে।
5373. ল্যাডার ডায়াগ্রাম দুটি উল্লম্ব (Vertical) লাইনের সমন্বয়ে গঠিত। এ লাইনকে কী বলে?
রাং (Rung)
পাওয়ার রেল (Power rail)
ল্যাচিং (Latching)
None of them
ব্যাখ্যা: পাওয়ার রেলের মাজখানে অনুভূমিক লাইনে বর্তনী সংযুক্ত করা হয়। এই অনুভূমিক লাইনকে Rang বলে। এই লাইনের মধ্যে ইনপুট/আউটপুট থাকে।
5374. নিচের কোনটি Browser নয়?
Chrome
Firefox
Facebook
Safari
ব্যাখ্যা: Chrome, Firefox, Safari, Opera, Internet Explorer এগুলো হলো ব্রাউজার। আর Facebook হলো সামাজিক যোগাযোগ মাধ্যম।
5375. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
5376. Power system-এ GIS বলতে কী বুঝায়?
Group Insurance System
Gas Insulated Service
Gas Insulated Switchgear
Gear Insulated Switchgear
ব্যাখ্যা: ব্যাখ্যা: A Gas Insulated Substation (GIS) is a high voltage substation in which the major structure are contained in a sealed environment with sulfur hexafluoride gas as the insulating medium.
5377. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
ব্যাখ্যা: অল্প সময়ের Backup-এর জন্য UPS ব্যবহার করা হয়। কিন্তু অধিক সময়ের Backup-এর জন্য IPS ব্যবহার করা হয়।
5378. পিএলসি-এর অভ্যন্তরে কিছু উপাদান থাকে, যেগুলো ডাটা ধরে রাখতে পারে এবং রিলের মতো কাজ করে, তার নাম কী?
Master Control Relay
Internal Relay
Battery-backed Relay
None of them
5379. PLC-তে মেমরিকে কয়টি ভাগে ভাগ করা হয়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ভাগে
ব্যাখ্যা: PLC Memory Consists of two types-(i) RAM: (i) Rom
5380. বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়-
ভোল্ট
অ্যাম্পিয়ার
ফ্যারাডে
হেনরী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বৈদ্যুতিক ফিউজের রেটিং-এর একক অ্যাম্পিয়ার (A)। যেমন- 108, 15A, 25A, 30A.