Image
MCQ
5362. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম-
পথের দাবী
পল্লী সমাজ
শ্রীকান্ত
গোরা
5363. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস্য?
তেল
গ্যাস
কয়লা
সমুদ্রের ঢেউ
5364. ০ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে A বিন্দুতে স্পর্শক AB এবং ∠AOB = 60 হলে ∠ABO = কত?
30
45
35
65
5365. ৬, ১৭, ৪৯, ১৪৪....পরবর্তী সংখ্যাটি কত?
২৯
৩৫৬
৪০৮
৪২৮
5367. যুগ সন্ধিক্ষণের কবি কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.
মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
5369. BRICS এর সদর দপ্তর কোথায়?
সাংহাই
কাঠমুন্ডু
জেনেভা
ঢাকা
5370. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যাায়-
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন
5371. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?
১/২
২/৩
৩/৪
5372. মনের ভাব প্রকাশের প্রধান বাহন-
চিত্র
ভাষা
আচরণ
5374. 'বাংলার মুক্তিসনদ' নামে পরিচিত কোনটি?
৬ দফা
৭ মার্চের ভাষণ
লাহোর প্রস্তাব
কোনটিই নয়
5375. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?
রৈখিক গতি
পর্যায়বৃত্ত গতি
স্পন্দন গতি
উপবৃত্তাকার গতি
5376. গাছ থেকে আমটি মাটিতে পড়ল। এটি কোন ধরনের বলের উদাহরণ?
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লীয় বল
মহাকর্ষ বল
5377. উয়ারী বটেশ্বর কী কারণে আলোচিত?
বাণিজ্য কেন্দ্র
প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র
বাণিজ্য সম্পদ প্রাপ্তি
সাহিত্য চর্চা কেন্দ্র
5378. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
বাসেল, সুইজারল্যান্ড
ব্রাসেলস, বেলজিয়াম
জেনেভা, সুইজারল্যান্ড
ব্রাসিলিয়া, ব্রাজিল
5379. ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ?
অপরাহ্ন
অপরান্ন
অপরাহ্ণ
অপরান্ন
5380. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিমি.?
100
0.01
1.00
120