EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5381. ---এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
রিলে
ফিউজ
বাসবার
সার্কিট ব্রেকার
5382. সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সে ধরনের ফল্টকে ---বলে।
সিমেট্রিক্যাল ফল্ট
শর্টসার্কিট
আনসিমেট্রিক্যাল ফল্ট
কোনোটিই নয়
5383. একটি Hard disk তৈরি হয় যা দিয়ে, তা হলো-
semiconductor memory devices
magnetic disk
metallic disk
magnetic tape
ব্যাখ্যা: Hard disk are flat, circular plates made of alumi or glass and coated with a magnetic material.
5384. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা : ১। সনাক্তকরণ, ২। সংবেদনশীলতা, ৩। বিশ্বস্ততা, ৪। উচ্চগতি, ৫। স্থায়িত্বতা, ৬। সরলতা।
5386. কোনটি সর্বোচ্চ তথ্য সংরক্ষণ করতে সক্ষম?
Hard disk
CD
RAM
3.5 HD floppy disk
ব্যাখ্যা: হার্ড ডিস্কঃ কম্পিউটারের মধ্যে বিশাল সংখ্যক ডাটাকে স্টোভ ও ব্যাকআপ-এর জন্য একটি স্টোরেজ প্রয়োজন পড়ে। সর্বোচ্চ তথ্য সংরক্ষণের জন্য Hard disk ব্যবহার করা হয়।
5387. শর্টসার্কিট ফল্ট কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: শর্ট সার্কিট ফল্ট প্রধানত দু'প্রকার। যথা- (1) সিমোট্রিক্যাল ফল্ট, (ii) আনসিমেট্রিক্যাল ফল্ট।
5388. VCR-এ ব্যবহৃত তথ্য সংরক্ষণকারী Device হচ্ছে-
Floppy disk
Magnetic tape
Semiconductor memory
Electromechanical element
5391. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসকাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসোলেটর সমন্বয়ে ন গঠিত। বাসকাপলারের চারপাশে আগুনের হাত থেকে নিরাপত্তার জন্য ফায়ার প্রুফ ওয়াল থাকে।
5393. আনসিমেট্রিক্যাল ফল্ট কী কী ধরনের হয়?
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন টু লাইন ফল্ট
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সবগুলো
5394. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়‍্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার সিস্টেমে যেসব রিয়্যাক্টর ব্যবহৃত হয়- (১) কারেন্ট লিমিটিং রিয়‍্যাক্টর বা সিরিজ রিয়‍্যাক্টর (ii) আর্ক সাপ্রেশন কয়েল বা পিটারশন কয়েল (iii) শান্ট রিয়‍্যাক্টর।
5395. PC-তে ব্যবহৃত সর্বাপেক্ষা দ্রুত Processor হচ্ছে-
80486 DX
Pentium
80386
None
ব্যাখ্যা: প্রশ্নে উল্লিখিত Processor- এর মধ্যে Pentiam-এর গতি সর্বোচ্চ। - Pentium-এর গতি 60MHz - 300MHz -80486 DX-এর গতি 16MHz - 100MΗz -80386:-এর গতি 12MHz - 40MHz
5396. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য
ব্যাখ্যা: ব‍্যাখ্যাঃ ফন্টের সময় যাতে শর্ট সার্কিট কারেন্ট হ্রাস পায়, তাই ফিউজ এলিমেন্টের প্যারালালে একটি উচ্চমানের রেজিস্ট্যান্স সংযোজন করা থাকে।
5397. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত UPS বিদ্যুৎ সরবরাহে সক্ষম-
অনির্দিষ্ট সময়ের জন্য
প্রায় ১ ঘণ্টার জন্য
কয়েক মিনিটের জন্য
কয়েক ঘণ্টার জন্য
5398. কোনটি ফল্টের কারণ?
লাইটনিং চার্জ
হোল্ডার নষ্ট হলে
বাল্ব ফিউজ হলে
ফিউজ পুড়ে গেলে
5399. লো-অয়েল ব্রেকারে কয়টি চেম্বার থাকে?
2টি
3টি
4 টি
5 টি
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: স্মল-আফল সার্কিট ব্রেকারে চেম্বার ২টি। যথা- (১) সার্কিট ব্রেকিং চেম্বার, (ii) সাপোর্টিং চেম্বার।
5400. বাসবার ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহৃত হয়?
সিলভার
কপার
অ্যালুমিনিয়াম
খ ও গ
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।