EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5701. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্ল্যানারে
মিলিং মেশিনে
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটরের ব্যবহারঃ (i) Drilling machine: (ii) Elevators: (iii) Electric traction (iv) Ruling Machine.
5702. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনটি হচ্ছে-
ঢাকা-চট্টগ্রাম
টঙ্গী-ঘোড়াশাল
টঙ্গী-ঈশ্বরদী
রাজশাহী-সিরাজগঞ্জ
5703. আমাদের দেশে বিদ্যুতের পিক আওয়ার শুরু হয়-
সকাল হতে
সন্ধ্যা হতে
দুপুর হতে
গভীর রাত্রে
5704. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনের অপারেটিং ভোল্টেজ-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেডি
5705. দেশের গ্রিড সাবস্টেশনসমূহ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে-
ইন্টারকমের মাধ্যমে
টেলিফোনের মাধ্যমে
ক্যারিয়ারে এবং IP-এর মাধ্যমে
টেলিমিটারিং-এর মাধ্যমে
5706. নিম্নের কোনটিতে শান্ট মোটর ব্যবহৃত হয় না?
কনভেয়র
লেদমেশিন
মিলিং মেশিন
রোয়ার
ব্যাখ্যা: ব্যাধ্যা: শান্ট মোটরের ব্যবহার (i) লেদমেশিন। (ii) মিলিং মেশিন। (iii) রোয়ার।
5707. শিল্পক্ষেত্রে ডিসি মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না?
বুস্টারের সাহায্যে।
ডাইভার্টারের সাহায্যে
সিরিজ রেজিস্ট্যান্সের সাহায্যে
ফিন্ড ট্যাপিং-এর সাহায্যে
ব্যাখ্যা: ডিসি মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ পদ্ধতি। (i) ফিল্ড ট্যাপিং পদ্ধতি। (ii) ডাইভার্টার পদ্ধতি। (iii) বুস্টার পদ্ধতি।
5708. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড
5713. একটি ডিসি জেনারেটরের নো-লোড টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট এবং ফুল লোড ভোল্টেজ 200 ভোল্ট হলে এর শতকরা রেগুলেশন হবে-
9.09%
10%
90.9%
11%
ব্যাখ্যা:
5715. একটি ডিসি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ 520 ভোল্ট, এর কন্ডাক্টর সংখ্যা 2000টি, প্রতি পোলে ফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইন্ডিং-এ এটি প্যারালেল পথ আছে। পোলের সংখ্যা-
2টি
4টি
7টি
24টি
ব্যাখ্যা: Eg = QZN/60 x P/A ⇒ 520 = 0.013 x 2000 x 1200 /60 x P/4 P = 4টি।
5716. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে-
কম
খুব কম
বেশি
খুব বেশি
5717. একটি চৌম্বকক্ষেত্রে একটি কারেন্টবাহী কন্ডাক্টরের উপর ক্রিয়াশীল বল নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক নয়?
চৌম্বকক্ষেত্রের শক্তি
কারেন্টের পরিমাণ
ঘূর্ণনের সংখ্যা
কন্ডাক্টরের দৈর্ঘ্য
5719. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড
5720. একটি ৪-পোল, ল্যাপ উন্ড জেনারেটর 200 আর.পি. এম.-এ ঘুরছে। প্রতি পোলে ফ্লাক্স 0.05 ওয়েবার এবং আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা 960 হলে উৎপাদিত ই.এম.এফ, হবে-
120V
130V
160V
180V
ব্যাখ্যা: Eg = ϕZN/60 × P / A = 0.05 × 960x200 / 60 160 V