MCQ
5701. একটি ডিসি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ 520 ভোল্ট, এর কন্ডাক্টর সংখ্যা 2000টি, প্রতি পোলে ফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইন্ডিং-এ এটি প্যারালেল পথ আছে। পোলের সংখ্যা-
2টি
4টি
7টি
24টি
5702. আমাদের দেশে বিদ্যুতের পিক আওয়ার শুরু হয়-
সকাল হতে
সন্ধ্যা হতে
দুপুর হতে
গভীর রাত্রে
5703. PBS হলো PDB-এর-
বিদ্যুৎ সরবরাহকারী
H.T. গ্রাহক
L.T. গ্রাহক
বিদ্যুৎ উৎপাদনকারী
5704. একটি ৪-পোল, ল্যাপ উন্ড জেনারেটর 200 আর.পি. এম.-এ ঘুরছে। প্রতি পোলে ফ্লাক্স 0.05 ওয়েবার এবং আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা 960 হলে উৎপাদিত ই.এম.এফ, হবে-
120V
130V
160V
180V
5705. নিম্নের কোনটিতে শান্ট মোটর ব্যবহৃত হয় না?
কনভেয়র
লেদমেশিন
মিলিং মেশিন
রোয়ার
5706. শিল্পক্ষেত্রে ডিসি মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না?
বুস্টারের সাহায্যে।
ডাইভার্টারের সাহায্যে
সিরিজ রেজিস্ট্যান্সের সাহায্যে
ফিন্ড ট্যাপিং-এর সাহায্যে
5707. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে-
কম
খুব কম
বেশি
খুব বেশি
5708. একটি ডিসি জেনারেটরের নো-লোড টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট এবং ফুল লোড ভোল্টেজ 200 ভোল্ট হলে এর শতকরা রেগুলেশন হবে-
9.09%
10%
90.9%
11%
5709. একটি চৌম্বকক্ষেত্রে একটি কারেন্টবাহী কন্ডাক্টরের উপর ক্রিয়াশীল বল নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক নয়?
চৌম্বকক্ষেত্রের শক্তি
কারেন্টের পরিমাণ
ঘূর্ণনের সংখ্যা
কন্ডাক্টরের দৈর্ঘ্য
5710. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনটি হচ্ছে-
ঢাকা-চট্টগ্রাম
টঙ্গী-ঘোড়াশাল
টঙ্গী-ঈশ্বরদী
রাজশাহী-সিরাজগঞ্জ
5711. ব্যাক ই.এম.এফ নির্ণয় করা যায়-
V + Ia Ra
V-Ia Ra
V/Ia Ra
Ia Ra / V
5712. পানিবিদ্যুৎ কেন্দ্রের জীবনকাল ধরা হয়-
25 বৎসর
35 বৎসর
30 বৎসর
50 বৎসর
5713. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনের অপারেটিং ভোল্টেজ-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেডি
5714. বাংলাদেশের বিদ্যুৎ উপাদানকারী প্রতিষ্ঠান হলো-
PDB
DESA
REB
PBS
5715. LDC বলা হয় কাকে?
Load delivery center
Load distribution center
Load despatch center
Load development center
5716. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড
5717. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্ল্যানারে
মিলিং মেশিনে
5718. দেশের গ্রিড সাবস্টেশনসমূহ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে-
ইন্টারকমের মাধ্যমে
টেলিফোনের মাধ্যমে
ক্যারিয়ারে এবং IP-এর মাধ্যমে
টেলিমিটারিং-এর মাধ্যমে
5719. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড
5720. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাহাটি কত দীর্ঘ?
179 কিমি
167 কিমি
250 কিমি
300 কিমি