5689. ডিসি সিরিজ মোটর ট্রাকশন কাজের উপযোগী, কারণ-
চালুর মুহূর্তে উচ্চমানের টর্ক সৃষ্টি হয়
গতি নিয়ন্ত্রণ সহজ উপায় সম্ভব
দ্বিগুণ অতিরিক্ত লোড পর্যন্ত কমুটেশনের কাজ সুষ্ঠুভাবে সাধিত হয়
ব্যাখ্যা: সিরিজ মোটরের কতকগুলো গুণগত বৈশিষ্ট্যের কারণে এটি
ইলেকট্রিক ট্র্যাকশনে ব্যবহার করা হয়। বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
(i) স্টার্টিং টর্ক বেশি,
(ii) গঠন সহজ ও মজবুত,
(iii) গতিবেগ সহজে নিয়ন্ত্রণ করা যায়,
(iv) দ্বিগুণ অতিরিক্ত লোড পর্যন্ত কমুটেশন কাজ সুষ্টভাবে সাধিত হয়।