MCQ
6221. কোন ধরনের অ্যাড্রেসিং মোডে কোনো অপারেন্ড ব্যবহার করা হয় না?
ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড
ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড
ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড
কোনোটিই নয়
6222. Sockets and Winsock কোন ধরনের সফটওয়্যারের উদাহরণ?
VCR
DSL
IPX
API
6223. Intel 8085 µp-এর clock frequency কত?
5MHz
6MHz
8MHz
10MHz
6224. পোর্টেবল কম্পিউটারে কোন ধরনের মনিটর সচরাচর ব্যবহৃত হয়?
CRT
monochrome
flat panel display
data projector
6225. স্ট্যাক পয়েন্টার সাধারণত কত বিটের রেজিস্টার?
৪ বিটের
16 বিটের
32 বিটের
64 বিটের
6226. Memory লোকেশনে Address পাঠানো এবং ইনস্ট্রাকশনের ধারাবাহিকতা রক্ষা করাই কীসের কাজ?
Accumulator
Program Counter
Stack Pointer
Interrupt Circuits
6227. নিচের কোন প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি ভাষায় লিখিত নিমোনিক্সকে তাদের সমতুল্য মেশিন কোডে রূপান্তর করে?
কম্পাইলার
ডিবাগার
অ্যাসেম্বলার
ইমুলেটর
6228. নিচের কোন ডিভাইসকে কম্পিউটারের হার্ট বলা হয়?
মাইক্রোপ্রসেসর
সফটওয়্যার
হার্ডওয়্যার
কোনোটিই নয়
6229. DMA কন্ট্রোলার কী কী বাসের অধিকার গ্রহণ করে?
অ্যাড্রেস এবং কন্ট্রোল বাস
অ্যাড্রেস এবং ডাটা বাস
কন্ট্রোল এবং ডাটা বাস
উপরের সবগুলো
6230. ৪086-এর Address Line দিয়ে কত মেমরি লোকেশনকে অ্যাড্রেস করা সম্ভব?
1 মেগাবাইট মেমরি
2 মেগাবাইট মেমরি
3 মেগাবাইট মেমরি
4 মেগাবাইট মেমরি
6231. নিচের কোনটি অ্যারিথমেটিক এবং লজিক কার্যাবলি সম্পাদন করে?
Program counter
Stack Pointer
ALU
কোনোটি নয়
6232. ALE-এর পূর্ণ অর্থ নিচের কোনটি?
Address Latch Enable
Address Line Enable
Address Location Enable
All of them
6233. সবুজ রঙের অডিও পোর্ট কীসের সংযোগের জন্য ব্যবহৃত হয়?
মাইক্রোফোন
স্পিকার
স্টোরিও
গিটার
6234. SID-এর পূর্ণ অর্থ নিচের কেনটি?
Serial Input Data
Serial Instant Data
Serial Interrupt Data
None of them
6235. গাণিতিক এবং যুক্তিক অপারেশনের ফলাফল অস্থায়ীভাবে জমারাখার কাজ করে নিচের কোনটি?
Flag রেজিস্টার
টেম্পোরারি রেজিস্টার
ইনস্ট্রাকশন রেজিস্টার
কোনোটিই নয়
6236. Microprocessor-এর কাজ নিচের কোনটি?
গাণিতিক ও যুক্তিমূলক কাজ
সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণ কাজ
ইনপুট এবং আউটপুট ডিভাইসের সমন্বয়সাধন
উপরের সবগুলো
6237. একটি ইনস্ট্রাকশনের পূর্ণকাজ সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয়, তার নাম কী?
মেশিন সাইকেল
ইনস্ট্রাকশন সাইকেল
ক্লক পিরিয়ড
টাইমিং ডায়াগ্রাম
6238. DCR কী করে?
Increment
Decrement
Oreflow
None
6239. Intel 8085 up-এর বর্ধিত সংস্করণ নিচের কোনটি?
8085 AH
8085 AH-1
8085 AH-2
উপরের সবগুলো
6240. Interrupt I/O প্রোগ্রামের শেষ ইনস্ট্রাকশনটি নিচের কোনটি?
HOLD
INTR
RETURN
READY