Image
MCQ
6221. DMA কন্ট্রোলার কী কী বাসের অধিকার গ্রহণ করে?
অ্যাড্রেস এবং কন্ট্রোল বাস
অ্যাড্রেস এবং ডাটা বাস
কন্ট্রোল এবং ডাটা বাস
উপরের সবগুলো
6222. ৪086-এর Address Line দিয়ে কত মেমরি লোকেশনকে অ্যাড্রেস করা সম্ভব?
1 মেগাবাইট মেমরি
2 মেগাবাইট মেমরি
3 মেগাবাইট মেমরি
4 মেগাবাইট মেমরি
6223. গাণিতিক এবং যুক্তিক অপারেশনের ফলাফল অস্থায়ীভাবে জমারাখার কাজ করে নিচের কোনটি?
Flag রেজিস্টার
টেম্পোরারি রেজিস্টার
ইনস্ট্রাকশন রেজিস্টার
কোনোটিই নয়
6225. Microprocessor-এর কাজ নিচের কোনটি?
গাণিতিক ও যুক্তিমূলক কাজ
সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণ কাজ
ইনপুট এবং আউটপুট ডিভাইসের সমন্বয়সাধন
উপরের সবগুলো
6228. একটি ইনস্ট্রাকশনের পূর্ণকাজ সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয়, তার নাম কী?
মেশিন সাইকেল
ইনস্ট্রাকশন সাইকেল
ক্লক পিরিয়ড
টাইমিং ডায়াগ্রাম
6229. Memory লোকেশনে Address পাঠানো এবং ইনস্ট্রাকশনের ধারাবাহিকতা রক্ষা করাই কীসের কাজ?
Accumulator
Program Counter
Stack Pointer
Interrupt Circuits
6230. নিচের কোনটি অ্যারিথমেটিক এবং লজিক কার্যাবলি সম্পাদন করে?
Program counter
Stack Pointer
ALU
কোনোটি নয়
6231. নিচের কোন ডিভাইসকে কম্পিউটারের হার্ট বলা হয়?
মাইক্রোপ্রসেসর
সফটওয়্যার
হার্ডওয়্যার
কোনোটিই নয়
6232. সবুজ রঙের অডিও পোর্ট কীসের সংযোগের জন্য ব্যবহৃত হয়?
মাইক্রোফোন
স্পিকার
স্টোরিও
গিটার
6234. কোন ধরনের অ্যাড্রেসিং মোডে কোনো অপারেন্ড ব্যবহার করা হয় না?
ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড
ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড
ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড
কোনোটিই নয়
6240. নিচের কোন প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি ভাষায় লিখিত নিমোনিক্সকে তাদের সমতুল্য মেশিন কোডে রূপান্তর করে?
কম্পাইলার
ডিবাগার
অ্যাসেম্বলার
ইমুলেটর