MCQ
6281. SCSI-এর পূর্ণরূপ কী?
Serial Computer System Interface
System Computer System Interface
System Computer Small Interface
Small Computer System Interface
6282. কম্পিউটার হার্ডওয়্যার বলতে কী বুঝানো হয়?
স্মৃতি অংশ
কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
স্মৃতি
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
6283. ন্যানো সেকেন্ড হলো-
এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগ
এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ
6284. মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
মাইক্রোফ্রেম
মিনিফ্রেম
সুপার
হাইব্রিড
6285. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র কোনটি?
IBM
মার্ক-2
মার্ক-3
মার্ক 1
6286. অ্যাবাকাস (Abacus) কী?
কাটার যন্ত্র
গণনাকারী যন্ত্র
ইলেকট্রনিক যন্ত্র
উপরের সব কয়টি
6287. সম্পাদনের অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয়-
স্মৃতি
প্রক্রিয়াকরণ
প্রোগ্রাম
নিয়ন্ত্রণ
6288. যে-সব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করা হয়, তাকে কী বলে?
ফাইল
ভাইরাস
অ্যান্টিভাইরাস
ডাটাবেস
6289. কোনটি হার্ডডিস্কের গতি বৃদ্ধি করে?
Fragmentation
Defragmentation
Disk Scanning
System Restore
6290. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
১৯৭০ সালে
১৯৭১ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
6291. IBM-এর পূর্ণনাম কী?
Intell Business Machine
International Business Management
International Business Machine
International Ballistic Missile
6292. চার্লস ব্যাবেজ ছিলেন?
গণিতের অধ্যাপক
ব্যাংক ব্যবসায়ী
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
বিখ্যাত ইংরেজ কবি
6293. কম্পিউটারের প্রজন্ম কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
6294. কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী?
দ্রুতিশীলতা
নির্ভুলতা
বুদ্ধিমত্তা
বিশ্বস্ততা
6295. কোন কাজের জন্য কম্পিউটার সবচেয়ে বেশি সুবিধাজনক?
পুনরাবৃত্তিমূলক কাজ
গাণিতিক কাজ
গণনা
রিপোর্ট তৈরির কাজ
6296. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে থাকে-
গাণিতিক/যুক্তি অংশ
অভ্যন্তরীণ স্মৃতি
নিয়ন্ত্রণ অংশ
উপরের সব কয়টি
6297. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
মার্গারেট থ্যাচার
লেডি জর্জ
লেডি এডা অগাস্টা
রেডি অ্যাডাজান
6298. মডেম কোন ধরনের যন্ত্র?
ইনপুট
আউটপুট
ইনপুট-আউটপুট
অভ্যন্তরীণ
6299. কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
Compute
Computer
Computa
Computare
6300. যদি একটি স্কয়ার ওয়েবকে একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করে একত্রিত (Integrate) করা হয়, তবে আউটপুট কেমন হবে?
সাইন ওয়েভ
স'টুল ওয়েভ
ট্রায়্যাঙ্গুলার (Triagular) ওয়েভ
স্কয়ার ওয়েভ