EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6361. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
চার্লস ব্যাবেজ
লাইবনিৎস
জর্জ বুল
ডরফেল্ট
6362. ফিউজ তার তৈরি হয়-
সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিউজ হোল্ডারে সিসা-টিন বা টিন-তামা মিশ্রিত সংকর ধাতুর একটি ফিউজ তার লাগানো হয়। ফিউজ তারটি নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট সার্কিটে কোনো কারণে প্রবাহিত হলে ফিউজ তারটি পুড়ে গিয়ে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়।
6364. সোডিয়াম ড্যাপার ল্যাম্পে থাকে-
সোডিয়াম বাষ্প এবং আরগন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং নিয়ন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং মার্কারি
সোডিয়াম বাষ্প এবং নাইট্রোজেন গ্যাস
ব্যাখ্যা: Note: উত্তরঃ ক ও খ উভয় হবে। ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে -আকৃতির টিউবটির ভিতরে সোডিয়াম বাষ্প এবং স্বল্প পরিমাণে নিয়ন গ্যাস থাকে।
6365. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
OR
NAND
NOR
6366. মার্কারি ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে?
1934
1938
1952
1965
ব্যাখ্যা: ব্যাখ্যা: মার্কারি ভ্যাপার ল্যাম্পকে সাধারণত মার্কারি ল্যাম্প বলা হয়। কম বেশি এই আকৃতির ল্যাম্প ১৯৩৪ সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে।
6367. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
6368. MOS লজিক সার্কিট গঠিত হয়-
শুধুমাত্র MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং রেজিস্টার দ্বারা
MOS ডিভাইস এবং ডায়োড দ্বারা
MOS এবং বাইপোলার ডিভাইস দ্বারা
6369. কোনটি ফিউজ নয়-
রিওয়্যারেবল
কারট্রিজ
এসপিডিটি
এইচআরসি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Re-wirable Fuse, cartige Fuse, HRC Fuse, Dropant Fause, CTC Fuse, Horn gap Fuse. Switch: SPDT, SPST, DPDT, DPST
6371. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি এর সবগুলো ইনপুট HIGH হয়"-এই উক্তিটি কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
AND
OR
NAND
6372. আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের ধাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে বলা হয়--
আর্থিং লিড
আর্থ ইলেকট্রোড
আর্থ কন্টিনিউইটি তার
আর্থ কানেক্টর
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের দাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে আর্থ কন্টিনিউটি তার বলা হয়।
6373. বাইপোলার লজিক গোষ্ঠী বলতে বুঝায়-
জংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
P-N জংশন
n-p-n ট্রানজিস্টর
MOSFET'S
6374. TTL বর্তনীর অপারেশনের গতি-
DTL বর্তনীর সমান
DTL বর্তনীর চেয়ে কম
DTL বর্তনীর সমান কিংবা বেশি
DTL বর্তনীর চেয়ে বেশি
6375. RTL সার্কিট গঠিত হয়-
ডায়োড এবং রেজিস্টার দিয়ে
ট্রানজিস্টর এবং রেজিস্টার দিয়ে
FET এবং রেজিস্টার দিয়ে
MOS ডিভাইস এবং রেজিস্টার দিয়ে
6376. রড ইলেকট্রোডের (লোহা বা ইস্পাত) ব্যাস হওয়া উচিত-
12 মিমি
185 মিমি
16 মিমি
21 মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্যালভাইজড লোহা বা ইস্পাতের ব্যাস = 16 mm তামার রড ইলেকট্রোডের ব্যাস = 12.5 mm
6377. AND, OR, NOT ইত্যাদি গেইটের ডিজিটাল অপারেশন সম্পাদন করা যায়-
সুইচ ব্যবহার করে
অ্যামপ্লিফায়ার ব্যবহার করে
রেকটিফায়ার ব্যবহার করে
অসিলেটর ব্যবহার করে
6379. মার্কারি ভ্যাপার ল্যাম্পের ভিতরে থাকে-
আর্গন এবং নিয়ন গ্যাস
আর্গন, নাইট্রোজেন গ্যাস এবং পারদ
আর্গন এবং পারদ
পারদ, আর্গন এবং অক্সিজেন গ্যাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিউবের ভিতরে কিছুটা আর্গন গ্যাস ও কিছুটা পারদ ঢুকানো হয়।
6380. TTL বর্তনী অ্যাকটিভ পুল-আপ বর্তনী হিসেবে ব্যবহার করার উপযোগী হওয়ার কারণ-
Wired AND অপারেশনের জন্য
Bus-operated system-এর জন্য
Wired logic অপারেশনের জন্য
কম শক্তিক্ষয় এবং অপারেশনের গতি বেশি হওয়ার জন্য