সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিউজ হোল্ডারে সিসা-টিন বা টিন-তামা মিশ্রিত সংকর ধাতুর একটি ফিউজ তার লাগানো হয়। ফিউজ তারটি নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট সার্কিটে কোনো কারণে প্রবাহিত হলে ফিউজ তারটি পুড়ে গিয়ে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়।