Image
MCQ
6306. একটি ফুল অ্যাডার সার্কিটের উদাহরণ কোনটি?
সিকুয়েনশিয়াল সার্কিট
লজিক সার্কিট
কম্বিনেশনাল সার্কিট
উপরের সব কয়টি
6309. একটি মাল্টিপ্লেক্সার-
এর একটি ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
একাধিক বাইটে ডাটা সংরক্ষণ করে
এর একাধিক ইনপুট এবং একটি একক আউটপুট থাকে
এর একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
6310. Encoder (ইনকোডার) হলো-
ডেসিমেল ডাটাকে বাইনারিতে রূপান্তর করে
বাইনারি ডাটাকে ডেসিমেল-এ রূপান্তর করে
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে
যে-কোনো নাম্বারিং সিস্টেম থেকে বাইনারিতে রূপান্তর করে
6313. কম্বিনেশনাল বর্তনীতে-
ফিডব্যাক সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র Nor Gate থাকে
6314. একটি সেমিকন্ডাক্টর ROM (Read-Only-Memory) হলো-
একটি কম্বিনেশনাল লজিক সার্কিট
ফ্লিপ-ফ্লপ মেমরি এলিমেন্টের একটি সেট
ফ্লিপ-ফ্লপস এবং গেটসসহ একটি সিকুয়েনশিয়াল সার্কিট
উপরের কোনোটিই নয়
6317. ইনকোডার ব্যবহৃত হয়-
Man to Machine যোগাযোগ প্রতিষ্ঠা করার জন্য
ফিজিক্যাল ক্যারেক্টার ও ডিজিটকে মেশিন কোডে রূপান্তর করার জন্য
ইন্টারফেসিং চিপ হিসাবে ব্যবহৃত হয়
উপরের সব কয়টি