Image
MCQ
6341. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
ধন-দৌলত
তোড়-জোড়
আরার-ফকির
6342. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
চুপচাপ
ঝমঝম
পটাপট
সুরে সুরে
6343. 'কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব'- 'কবি কবি' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
পৌনঃপুনিকতা অর্থে
পুনরাবৃত্তি অর্থে
ভাল অর্থে
উপহাস অর্থে
6344. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?
ফিটফাট
ছটফট
সরাসরি
খটাখট
6345. কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন- বাক্যে 'রাশি রাশি' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
সামান্য
আধিক্য
গভীরতা
তীব্রতা
6346. 'চিকচিক করে বালি কোথা নাহি কাদা'- বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশ করছে?
বিশেষ্য
ক্রিয়া
ক্রিয়া-বিশেষণ
বিশেষণ
6349. কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত?
গরম গরম
ঝমঝম
মিটির মিটির
টুপটাপ
6350. হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ'- এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
যুগ্মরীতি
ধনাত্মক
অব্যয়ের
পদাত্মক
6351. শিশুটি মা মা বলে কাঁদছে'- এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
স্বল্পকাল স্থায়ী
আগ্রহ
আধিক্য
তীব্রতা
6352. নিচের কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঠা ঠা
ঝম্-ঝম্
6353. 'ঝির ঝির করে বাতাস বইছে।' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ভাবের গভীরতা
পৌনঃপুনিকতা
ধ্বনিব্যঞ্জনা
সামান্যতা
6354. 'বই-টই' নিয়ে পড়তে বসো।' এখানে 'বই-টই' কী?
যথাদ্বিরুক্তি
অনুচর দ্বিরুক্তি
সমার্থক দ্বিরুক্তি
বিপরীতার্থক দ্বিরুক্তি
6355. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
দ্বিরুক্ত শব্দ
যুগ্মশব্দ
সমার্থক শব্দ
শব্দদ্বিত্ব
6356. ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
চোখে চোখে
কেউ কেউ
ঘেউ ঘেউ
চুপচাপ
6357. ছোট ছোট জমি বিক্রি করে দাও' এ বাক্যে দ্বিরুক্ত শব্দ কী অর্থ প্রকাশ করে?
গভীরতা
সতর্কতা
সামান্যতা
আধিক্য
6358. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- বাক্যে কী বুঝানো হয়েছে?
ভাবের গভীরতা
পৌনঃপুনিকতা
অনুভূতি বা ভাব
ধ্বনিব্যঞ্জনা
6359. কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ঘন-ঘন
ভাল-ভাল
ঝম-ঝম
রাশি-রাশি
6360. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি?
ধরাধরি
নিশপিশ
সরাসরি
গরম গরম