Image
MCQ
6343. ফ্লিপ-ফ্লপ তৈরি করা যায়-
AND, OR, NOT' ইত্যাদি মৌলিক গেইটের সাহায্যে
NAND গেইট দ্বারা
NOR গেইট দ্বারা
উপরের যে-কোনো একটি
6344. কম্বিনেশনাল বর্তনীতে-
Feedback সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র NOR gate থাকে
6346. ফ্লিপ-ফ্লপের দুটি আউটপুট হলো-
সবসময় দুটি শূন্য (00)
সবসময় দুটি এক (1,1)
সবসময় কমপ্লিমেন্টারি
উপরের যে-কোনো একটি
6347. CMOS ডিভাইসের জন্য গ্রহণযোগ্য সরবরাহ ভোল্টেজ-
+5 ভোল্ট
-5 ভোল্ট
3 থেকে 15 ভোল্ট
+-5 ভোল্ট
6349. ফ্লিপ-ফ্লপ কোন ধরনের স্মৃতি?
দুই বিট স্মৃতি
চার বিট স্মৃতি
এক বিট স্মৃতি
স্থায়ী স্মৃতি
6351. হাফ অ্যাডার সার্কিট দ্বারা যোগ করা যায়-
একটি বিট
দুটি বিট
চারটি বিট
তিনটি বিট
6352. এসি সিগন্যাল কী ধরনের সিগন্যাল?
অ্যানালগ সিগন্যাল
ডিজিটাল সিগন্যাল
কোনোটিই নয়
মডুলেটেড সিগন্যাল
6353. লজিক গেইট দিয়ে-
সংকেতকে শক্তিশালী করা হয়
সিদ্ধান্ত গ্রহণ করা হয়
বিভব নিয়ন্ত্রণ করা হয়
বাইনারি অ্যালজেবরার বাস্তব প্রয়োগ করা হয়
6354. একটি প্রভু-ভৃত্য ফ্লিপ-ফ্লপ উত্তেজিত (Triggere) হয়-
যখন ক্লক ইনপুট HIGH লজিক লেভেলে অবস্থান করে
যখন ক্লক ইনপুট LOW থেকে HIGH-তে পরিবর্তন হয়
যখন ক্লক ইনপুটে একটি পালস প্রয়োগ করা হয়
যখন ক্লক ইনপুট LOW লজিক লেভেলে অবস্থান করে
6355. CMOS লজিক গঠিত হয়-
n-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
P-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং ক্যাপাসিটার দ্বারা
P-চ্যানেল এবং N-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
6356. ফ্লিপ-ফ্লপে (মাস্টার স্নেত) প্রভু-ভৃত্য সংগঠন ব্যবহার করার কারণ-
ক্লকিং হার বাড়ানোর জন্য
শক্তি খরচ কমানোর জন্য
রেস অবস্থা দূর করার জন্য
বিশ্বস্ততা বাড়ানোর জন্য
6359. শিল্পকারখানায় উচ্চ নয়েজযুক্ত পরিবেশে ব্যবহারে বেশি উপযোগী লজিক গোষ্ঠী হলো-
TTL
HTL
MOS
ECL