MCQ
7101. কোনটি ইউনিভার্সাল যুক্তি গেইট?
এন্ড গেইট
ন্যান্ড গেইট
নট গেইট
এক্স-অর গেইট
7102. (375) 10 ডেসিমেল সংখ্যাটির সমতুল্য Octal সংখ্যা কত?
(63)8
(74)8
(567)8
(375)10
7103. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
7104. কোনটি আলফানিউমেরিক কোড?
হেক্সাডেসিমেল
বিসিডি
অকট্যাল
এসকি
7105. নিচের Boolean equation-এর কোনটি সত্য?
A.1 = A
A.1 = 1
A.1 = 0
কোনোটাই সত্য নয়
7106. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A+B+C) ̅ =?
A ̅ . B ̅. C ̅
ABC
A + BC
AB + C
7107. বাইনারি সংখ্যা (10110011)₂-এর সমতুল্য অকট্যাল সংখ্যা কত?
(263)8
(236)8
(632)8
(328)8
7108. আধান (Charge)-এর এসআই একক কোনটি?
ওহম
জুল
কুলম্ব
ফ্যারাড
7109. 1001.0101 সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা হলো-
2.1
9.3125
8.0531
9.1253
7110. বিসিডি কোডে বিটের সংখ্যা-
২টি
৪টি
৮টি
১৬টি
7111. ( 3710)10 সংখ্যাটির সমতুল্য বাইনারি সংখ্যা হলো-
110001
10101
100101
100011
7112. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
7113. কোন অক্ষরটি হেক্সাডেসিমেল গণনা পদ্ধতির একটি অঙ্ক নির্দেশ করে?
F
G
H
K
7114. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
7115. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A.B) ̅ =?
A+B
A
A.B
A ̅ + B ̅
7116. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?
জর্জ বুল
প্যাস্কেল
নিউটন
এডা আগাস্টা
7117. (249)10 ডেসিমেল সংখ্যাটির সমতুল্য Octal সংখ্যা কত?
(69)8
(670)8
(372)10
(371)8
7118. 1+1+1-এর বাইনারি যোগফল-
111
10
11
110
7119. বাইনারি 10000-কে ২-এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
00001
01111
11111
10000
7120. দশমিক সংখ্যা (249) 10- এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
(F3)16
(F9)16
(F10)16
(E3)16