MCQ
7141. 100 watt-এর 5টি বাতি প্রতিদিন 6 ঘণ্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.50 টাকা হলে মাসের বিদ্যুৎ বিল কত?
210 টাকা
225 টাকা
230 টাকা
240 টাকা
7142. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
7143. পঞ্চম প্রজন্ম কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
বৃহৎ সহায়ক স্মৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তা
প্যারালাল প্রসেসিং
বহনযোগ্যতা
7144. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
7145. কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
তাপমাত্রা কমিয়ে
তাপমাত্রা বাড়িয়ে
অনুকম্পন কমিয়ে
অনুকম্পন বাড়িয়ে
7146. আপনার বাসাতে 1-ɸ ভোল্ট হচ্ছে-
400 Volts
110 Volts
230 Volts
440 Volts
7147. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
কোনোটিই সত্য নয়
7148. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
7149. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
7150. R ব্যাসার্ধবিশিষ্ট একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভিতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান হবে-
অসীম
R এর সমানুপাতিক
শূন্য
R^2 এর সমানুপাতিক
7151. কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তিনগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে?
৪ গুণ
৯ গুণ
৬ গুণ
২ গুণ
7152. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
MAN
LAN
CAN
WAN
7153. এক কিলোবাইটে বিটের সংখ্যা-
১০০টি
১০২৪টি
১০০০টি
১০০০ × ৮টি
7154. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পিভিসি
পেপার
পোর্সেলিন
7155. RAM কথাটি হলো-
Red Access Memory
Random Access Memory
Random Access Multiplexer
কোনোটিই সত্য নয়
7156. 'শক' শব্দের অর্থ কোনটি?
বিদ্যুতের আকস্মিক আঘাত
শোক-দুঃখের আকস্মিক আঘাত
উভয়টি
কোনোটিই নয়
7157. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
কম
বেশি
সমান
কোনোটিই সত্য নয়
7158. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
7159. আদর্শমানের বিদ্যুৎ নিরোধী কয়েল প্রস্তুত করতে কোনটি ব্যবহৃত হয়?
কপার
প্লাটিনাম
নাইক্রোম
ম্যাঙ্গানিন
7160. দুটি 40W এর বাল্ব series-এ সংযুক্ত করা হলে মোট power কত?
80W
40W
20W
10W