MCQ
7161. বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা কোন কপারের সর্বোচ্চ?
Induction hardened
Hard drawn
Pure annealed
With silicon traces
7162. ধনাত্মক আধান কোনদিকে বল লাভ করে?
পাবল্যের বিপরীতে
উভয় দিকে
প্রাবল্যের দিকে
কোনোটিই নয়
7163. কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ফ্লপি ডিস্ক
মেমরি
সিপিইউ
মনিটর
7164. লগারিদমের প্রবর্তন করেন-
নিউটন
প্রসপার একার্ট
জন মাউসলি
জন নেপিয়ার
7165. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
7166. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
আইবিএম-৩৬০ সিরিজ
আইবিএম-১৬২০ সিরিজ
আইবিএম-১৬০০ সিরিজ
আইবিএম-৪৩০০ সিরিজ
7167. Incandescent bulb-এর Filament কী দিয়ে তৈরি?
Nickel
Nichrome
Tungsten
Aluminium
7168. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
মাউস
স্ক্যানার
বাস
ইনফরমেশন সুপার হাইওয়ে
7169. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
মাদারবোর্ড
লজিক ইউনিট
মনিটর
কন্ট্রোল ইউনিট
7170. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা-
চতুর্গুণ বৃদ্ধি পায়
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেকে হ্রাস পায়
এক-চতুর্থাংশে হ্রাস পায়
7171. একটি 440V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
দ্বিগুণ
এক-চতুর্থাংশ
একই পরিমাপ
7172. 6 Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48Ω
14 Ω
7173. নিম্নের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী-
তামা
নাইক্রোম
অ্যালুমিনিয়াম
ম্যাঙ্গানিজ
7174. বৈদ্যুতিক কারেন্ট, সমান-
Q1 Amp.
VQ Amp.
Q/t Amp.
V/t Amp.
7175. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ট্রানজিস্টর
আইসি
মাইক্রোপ্রসেসর
বায়ুশূন্য ভাল্ভ
7176. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ডিসি সার্কিটে
উচ্চ কারেন্টে
ক্ষুদ্র রেজিস্টরে
সেমিকন্ডাক্টরে
7177. কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো-
অ্যামিটার
ব্যরোমিটার
রাডার
ভোল্টেজ
7178. বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি?
রুপা
দস্তা
ইস্পাত
শুকনো কাঠ
7179. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
প্রিন্টার
মাউস
মডেম
প্লটার
7180. কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না?
দৈর্ঘ্যের উপর
তাপমাত্রার উপর
প্রস্থচ্ছেদের উপর
বিভব পার্থক্যের উপর