7446. সিঁড়ির বাতির জন্যে কোন ধরনের সুইচ ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: Single pole double throw। এই সুইচে চারটি টার্মিনাল থাকে, দুটি টার্মিনাল ভিতর দিয়ে একটি পাত দিয়ে শর্ট করা থাকে। এই দুটি টার্মিনালের যে-কোনো একটিতে সরবরাহের ফেজ তার সংযোগ করতে হয়। সুইচের টোগল যে দিকেই থাকুক না কেন, এক টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকলে তা বিপরীত দিকের যে-কোনো একটি টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। কাজেই এই সুইচের কোনো অন বা অফ নেই।