ব্যাখ্যা: ফ্রুওরেসেন্ট টিউবের ভিতরের দেয়ালে ফসফরাস পাউডারের প্রলেপ দেয়া হয়। ফসফরাস পাউডারের প্রলেপ দেয়ার কারণ হলো, যখন এতে অতিবেগুণি রশ্মি নিপতিত হয়, তখন এ স্বতঃপ্রভ হয়ে উঠে এবং আলো সৃষ্টি হয়।
7466. ফ্লুওরেসেন্ট টিউবলাইটের সার্কিটে ব্যবহৃত চোক কয়েল কীভাবে টিউবলাইটের সাথে 2002 সংযোগ করা হয়?
ব্যাখ্যা: টিউবলাইট চলার মুহূর্তে প্রায় 400V দরকার হয়, চোক কয়েল তা উৎপন্ন করে। টিউবলাইট যখন জ্বলতে থাকে, তখন 110V এর দরকার হয়। অতিরিক্ত সাপ্লাই ভোল্টেজ চোক কয়েলে ড্রপ হয়। ফলে অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে টিউব রক্ষা পায়। চোক কয়েল সিরিজে সংযোগ করা হয়।
7467. মার্কারি ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
ব্যাখ্যা: Malleability is hammering into sheets and ductility is stretching into thin wires. Gold is the most malleable and ductile metals. Nickel is the least malleable.
7471. একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাকট্যান্সকে সেই পদার্থের বলে।
ব্যাখ্যা: ১-আকৃতির টিউবটির ভিতরে সোডিয়াম বাষ্প এবং স্বল্প পরিমাণে নিয়ন গ্যাস থাকে। টিউবটির দু'প্রান্তে দুটি টাংস্টেনের ফিলামেন্ট বা ইলেকট্রোড থাকে। সোডিয়াম ভ্যাপার ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদান করে।