7563. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি পাওয়ার সাপ্লাইয়ে ট্রান্সফর্মারের সাহায্যে ইনপুট ভোল্টেজকে স্টেপ ডাউন করে কয়েকটি ডায়োড ব্যবহার করে রেক্টিফায়ারের সাহায্যে AC হতে DC-তে পরিণত করা হয়। উক্ত DC-কে ক্যাপাসিটর ব্যবহার করে ফিল্টারিং করে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা হয়।