7637. Zener Diode ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: ব্যাখ্যা: জিনার ডায়োড একটি বিশেষ ধরনের ডায়োড, যা রিভার্স বায়াসিং-এর সময় রিভার্স ব্রেক ডাউন রিজিয়নে অপারেট হয়। জিনার ডায়োডের কাজ নিম্নরূপ-
(i) জিনার ডায়োড সার্কিটে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে।
(ii) ভোল্টেজ লিমিটার হিসেবে কাজ করে।
(iii) সার্কিটে স্থির রেফারেন্স ভোল্টেজ প্রদান করে।