MCQ
7581. মেটালিক বন্ডিং হয়-
সন্নিহিত অ্যাটমসের মধ্যবর্তী ইলেকট্রনসের শেয়ারিং- এর কারণে
ইলেকট্রন ক্লাউসের ওভারল্যাপিং-এর কারণে
আয়ন কোরসের মধ্যবর্তী আকর্ষণের কারণে
আয়ন কোরস এবং ইলেকট্রনসের মধ্যবর্তী আকর্ষণের কারণে
7582. ৮৫% দক্ষতার একটি ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার কোন ক্লাসের অন্তর্ভুক্ত?
A
B
AB
C
7583. আয়োনিক বন্ডের ইলেকট্রোস্ট্যাটিক নেচার এটিকে কোন ধরনের বন্ড হিসেবে তৈরি করে?
ডিরেকশনাল
নন-ডিরেকশনাল
দুর্বল
গ্রুপ IV এলিমেন্টসে প্রযোজ্য
7584. একটি silicon NPN transistor-কে ON করার জন্য Base-এ কত Voltage প্রয়োজন?
-0.7V
+0.7V
+0.3V
-0.3V
7585. If I = 10mA, I = ImA, then a = ?
0.909
0.1
10
None
7586. স্বাভাবিক তাপমাত্রায় একটি পি-টাইপ সেমিকন্ডাক্টর অ্যাকসেপ্টার অ্যাটমস-
একটি পজিটিভ চার্জ বহন করে
একটি নেগেটিভ চার্জ বহন করে
নিরপেক্ষ
একটি পজিটিভ চার্জ ও একটি নেগেটিভ চার্জ বহন করে
7587. কোনটি সক্রিয় ডিভাইস?
রোধ
ডায়োড
ধারক
আবেশক
7588. Transistor-এর যে অংশ সবচেয়ে বেশি Doping করা হয়, তা হচ্ছে-
Emitter
Collector
Base
উপরের সবকয়টি
7589. একটি ব্রিজ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর কত?
0.48
1.21
0.812
1.11
7590. পোলারাইজেশন দূর করার জন্য ব্যবহৃত হয়-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
7591. একটি CE সংযুক্ত ট্রানজিস্টরে ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ শিফট কত হবে?
0°
180°
90°
270°
7592. যে Electric circuit-এর মাধ্যমে DC-কে AC করা হয়, তার নাম কী?
Rectifier
DC Generator
Inverter
Converter
7593. কোনটি Transistor নয়?
BJT
IGBT
MOSFET
SCR
7594. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এল.ই.ডি
এল.সি.ডি
আই.সি
সিলিকন চিপ
7595. Break-down অবস্থায় কাজ করার জন্য যে Diode ব্যবহার করা হয়-
সাধারণ PN Diode
টানেল diode
ভ্যারেক্টর Diode
Zener Diode
7596. একটি PNP ট্রানজিস্টরে থাকে-
৩টি P-N জাংশন
২টি P ও একটি N রিজিয়ন
শুধুমাত্র ডোনার আয়নস
শুধুমাত্র অ্যাকসেপ্টর আয়নস
7597. একটি কো-ভ্যালেন্ট বন্ডের বৈশিষ্ট্য নির্ধারিত হয়-
8-N রুল দ্বারা
মলিকুলার অরবিটালস দ্বারা
ক্রিস্টালানিটি দ্বারা
ইলেকট্রন ভেলোসিটি দ্বারা
7598. যদি একটি মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা Z হয় এবং এর পারমাণবিক ওজন A হয়, তবে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হয়-
Z
A-Z
A
A+Z
7599. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে কী বলা হয়?
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
7600. আয়োনোস্কেয়ার গঠিত হয়-
Positive চার্জ স্তর দ্বারা
Negative চার্জ স্তর দ্বারা
Neutral স্তর দ্বারা
কও খদ্বারা