MCQ
7841. ডায়োড কী ধরণের ডিভাইস?
একমুখী
দ্বিমুখী
উভয়ই
কোনোটিই নয়
7842. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
বৃদ্ধি পায়
স্থির থাকে
হ্রাস পায়
কোনোটিই নয়
7843. ভবন কাঠামোতে Concrete প্রধানত কী ধরনের চাপ বহন করে?
Compression
Tension
উভয় প্রকারের
কোনোটিই নয়
7844. একটি NPN ট্রানজিস্টরের বেস এ dropping concentration কেমন থাকে?
Lightly doped
Moderately doped
Heavily doped
Not doped
7845. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরণের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
কমন-অ্যামিটার
কমন বেস
কমন কালেক্টর
সব কয়টি
7846. ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয়, তা হলো-
ভোল্টেজ
কারেন্ট
ফ্রিকোয়েন্সি
ইম্পিড্যান্স
7847. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা overburnt হলে
ইটের ওজন প্রতিটি ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনোটিই নয়
7848. একটি হাফ-ওয়েভ রেক্টিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে-
2
2.5
1.21
0.48
7849. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
রেডিও রিসিভার
রেডিও ট্রান্সমিটার
টিভি রিসিভার
টিভি ট্রান্সমিটার
7850. বাংলার প্রথম ছাপাখানা কোনটি?
কলিকাতা ছাপাখানা
রাঢ় ছাপাখানা
বঙ্গ ছাপাখানা
শ্রীরামপুর মিশন
7851. ফ্রি-রানিং মাল্টিভাইব্রেটর কোনটি?
Monostable
Bistable
Astable
কোনোটিই নয়
7852. নিচের কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সর্বোচ্চ?
Class-A
Class-AB
Class-B
Class-C
7853. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
২
৪
৩
৮
7854. বাকল্যান্ড বাঁধটি কোথায় অবস্থিত?
সিরাজগঞ্জে
চাঁদপুরে
ঢাকা শহরে
মাওয়া ঘাটে
7855. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাংক কত?
১ MHz
8 MHz
৫ MHz
২ MHz
7856. Monostable 555 timer এর state কয়টি?
০
২
১
৩
7857. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?
পুশ-পুল
ক্লাস-B
ক্লাস-A
ক্লাস-AB
7858. নিচের কোনটি সেমিকন্ডাকটর?
আর্গন
কার্বন
মাইকার
সিরামিক
7859. RC ফেজ শিফঠ অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
1/√RC
1/√2π RC
1/ 2π/RC
1/√2π/6RC
7860. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
৯টি
১৮টি
১৬টি
৩২টি