ব্যাখ্যা: পৃথিবীর মোট আয়তন ৫১,০০,৭২,০০০ বর্গ কিমি। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর
আয়তনের ১,৪৭,৫৭০/৫১,০০,৭২,০০০ ভাগ = ১/৩৪৫৬ ভাগ (প্রায়)
ব্যাখ্যা: Retreat শব্দের অর্থ প্রত্যাহার করা। Option (ক) এয় অর্থ এগিয়ে আসা। (খ) এর অর্থ সরে দাঁড়ানো। (গ) এর অর্থ খনন করা। (ঘ) এর অর্থ অগ্রসর হওয়া। Option (খ) সঠিক উত্তর।
ব্যাখ্যা: End bearing piles মাটির নিচে শক্ত পাথর স্তরে বা শক্ত মাটি স্তরে পাইল টো দ্বারা লোড বহন করে এবং End bearing pile-এ স্ক্রিন ফ্রিকশন বিবেচনা করা হয় না।
ব্যাখ্যা: চারবাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আবার, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে।
ব্যাখ্যা: যে ব্যক্তি নিয়মনীতির বাইরে গিয়ে চলে, তাকে bohemian বলে, যার বাংলা অর্থ ভবঘুরে। Option (গ)-এর অর্থ রীতিবিরুদ্ধ ব্যক্তি। Option (ঘ)-এর অর্থ নিয়ম মেনে চলা ব্যক্তি। এটি bohemian-এর antonym, Option (ঘ) সঠিক উত্তর।