MCQ
8141. ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
‘অনন্ত প্রেম’
‘উপহার’
‘ব্যক্ত প্রেম’
‘শেষ উপহার’
8142. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
রামায়ণের সাত পর্ব
রামায়ণে বর্ণিত বৃক্ষ
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
বৃহৎ বিষয়
8143. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
8144. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
এস. ওয়াজেদ আলী
জাবুল ছাসেম
আবুল মনসুর আহমদ
আবুল হুসেন
8145. ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়-
১৯ ফেব্রুয়ারি ১৯২৬
১৯ জানুয়ারি ১৯২৬
১৯ মার্চ ১৯২৬
২৬ মার্চ ১৯২৭
8146. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
মওলানা ভাসানী
আবুল কজল
শহীদুল্লা কায়সার
শেখ মুজিবুর রহমান
8147. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ
ই
এ
জ্যা
8148. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’-কে রচনা করেন এই কাব্যাংশ?
সুধীন্দ্রনাথ দত্ত
প্রেমেন্দ্র মিত্র
সমর সেন
জীবনানন্দ দাশ
8149. বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?
বিষমীভবন
সমীভবন
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যঞ্জন-বিকৃতি
8150. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
ফরাসি
আরবি
ফারসি
8151. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শঙ্খ ঘোষ
শক্তি চট্টোপাধ্যায়
শামসুর রহমান
8152. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
‘তেইশ নম্বর তৈলচিত্র’
‘ক্ষুধা ও আশা’
‘কর্ণফুলি’
‘ধানকন্যা’
8153. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামান ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
8154. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়
8155. বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী?
বেগম রোকেরা
কাদম্বরী দেবী
স্বর্ণকুমারী দেবী
নূরন্নাহার ফয়জুন্নেসা
8156. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
অরুণ মিত্র
সমরেশ বনু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
8157. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
‘কাদো নদী কাদো’
‘নেকড়ে অরণ্য’
‘রাঙা প্রভাত’
‘প্রদোষে প্রাকৃতজন’
8158. সজনীকন্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
শনিবারের চিঠি
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
8159. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রতারিত
সত্যয়িত
8160. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
১৮৬০
১৮৬১
১৮৬৫
১৮৬৭