8200. The turbidity in water is caused due to (পানির আবিলত্বের জন্য দায়ী)
ব্যাখ্যা: তথ্য: Turbidity খালি চোখে অঅমরা যেটাকে ঘোলা পানি বলি তাই পানির আবলিত্ব। পানিতে ভাসমান বিভিন্ন অঝৈব পদার্থ যেমন পলিমাটি, কাদামাটি এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র জৈব পদার্থ পানিতে রং ঘোলা দেখায়। এটাই পঅনির আবলিত্ব। খাবার পানিতে আবিলত্বেও অনুওমাদিত মাত্রা পি.পি.এম।