EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
9361. বিশ্বকাপ ক্রিকেট-২০২৩ এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
লিটন দাস
মুশফিকুর রহিম
সাকিব আল হাসান
মাহমুদুল্লাহ রিয়াদ
9362. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
পরিকল্পনা
শিল্প
বাণিজ্য
অর্থ
9363. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে?
গারো
সাওতাল
মনিপুরি
চাকমা
9364. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
প্রধানমন্ত্রীর কার্যালয়
বিচার বিভাগ
নির্বাহী বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ
9365. He talks as if-
he were mad
he will be mad
he was mad
he is mad
9366. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
কুদরত-ই-খুদা
কাজী মোতাহার হোসেন
জামাল নজরুল ইসলাম
আব্দুল মতিন চৌধুরী
9367. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
ভূমি রাজস্ব
মূল্য সংযোজন কর
আয়কর
আমদানি শুল্ক
9368. Which one is correct?
Here come he
Here comes he
Here he comes
Here come Ali
ব্যাখ্যা: Hints: বাক্যের শুরুতে here/there আসলে সেই বাক্যে inversion হয়। তখন বাক্যটির গঠন হবে- Here/there + verb + sub/
9369. It's time you- your mistakes.
Realised
had realised
realise
have realised
ব্যাখ্যা: Hints: It is time, it is high time এর পর to + v, অথবা subject+, বসে। subject- you থাকায় সঠিক উত্তর (ক)।
9370. He gave up-- football when he got married.
of playing
to play
playing
play
ব্যাখ্যা: Hints: Preposition-এর পরে verb-এর সাথে 'ing' বসে 'give up' এ up একটি preposition। সুতরাং তার পরে playing হওয়া বাঞ্ছনীয়।
9372. No man can--alone.
lives
live
living
lived
ব্যাখ্যা: Hints: বাক্য গঠনের নিয়ম অনুসারে It is time + subject + verb, হয়।
9373. She is fond of--to music.
listens
listening
listen
listened
ব্যাখ্যা: Hints: Fond of অর্থ ভক্ত/অনুরক্ত। Of একটি Preposition আর Preposition এর পরের corbটির সাথে ing যোগ হয়।
9374. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
সিলেট
খুলনা
বরিশাল
চট্টগ্রাম
9375. বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
২৫
২৬
২৭
২৮
9376. He had written this book before-
he retired
he has retired
he will be retired
he had retired
ব্যাখ্যা: Hints: Past perfect tense-dl before-এর পরের অংশ এবং after এর আগের অংশ Past Indefinite tense-এ হবে বা S + V + extension এই গঠন অনুযায়ী হবে।
9377. বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
সালদা
হালদা
পদ্মা
কুমার
9378. ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
9379. মারমাদের সবচয়ে বড় উৎসবের নাম কী?
বিজু
রাশ
সাংগ্রাই
বাইশু
9380. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
সাজেদা চৌধুরী
নুরজাহান মোর্শেদ
রাফিয়া আক্তার ডলি
রাজিয়া বানু