EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
9401. I wish you- the problem.
have solved
shall solve
could solve
can solve
ব্যাখ্যা: Hints: I wish, I fancy-এর পর subject আসলে এরপর verb-এর past form ব্যবহৃত হয় আর modal auxiliary verb-এরও past form ব্যবহৃত হয়। সুতরাং সঠিক expression হলো could solve
9402. বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-
সৌদি আরব
কুয়েত
ওমান
জর্ডান
9403. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention of Biological Diversity) হচ্ছে-
কার্টাগোনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
কিয়াটো প্রটোকল
প্যারিস চুক্তি
9404. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
চীন
জাপান
ডেনমার্ক
সুইডেন
9405. The teacher made the children- the book.
reading
read
reads
to read
ব্যাখ্যা: Hints: Make somebody + verb il base form হলো সঠিক sequence। Read যোগে বাক্যটির বাংলা: শিক্ষক ছেলেমেয়েদের দিয়ে বইটি পড়িয়ে নিলেন।
9406. বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
১৯৭২
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
9407. বৈশ্বিক শান্তিসূচক-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
আইসল্যান্ড
জাপান
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
9408. It is high time we (give up) smoking.
give up
gave up
should give up
given up
ব্যাখ্যা: Hints: It is high time-এর পর clause আসলে clauseটি past indefinite tense এ হয়। Give-এর past form gave। সুতরাং সঠিক verb form হলো gave up।
9409. 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
ধর্মীয় আন্দোলন
পরিবেশবাদী আন্দোলন
শান্তিবাদী আন্দোলন
গণতান্ত্রিক আন্দোলন
9410. 'বার বিধি' (The Twelve Tables) কী?
রোমান আইনের ভিত্তি
স্থাপত্যের ১২টি নির্দেশনা
ফুটবল খেলার নিয়মাবলি
স্থানীয়/দেশি খেলা
9411. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
শরণার্থীর অধিকার
জ্বালানি নিরাপত্তা
সমুদ্র সীমানা
জলবায়ু পরিবর্তন
9412. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
আফগানিস্তান
মায়ানমার
পেরু
মালি
9413. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
জলবায়ু কার্যক্রম
মানসম্মত শিক্ষা
দারিদ্র্য বিমোচন
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
9414. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
১০৫
১২৫
১১৫
১৩৫
9415. English-across the world.
has spoken
speaks
is speaking
is spoken
ব্যাখ্যা: Hints: English একটি ভাষা আর এটা কোনো ব্যক্তিকে বলতে হয়। সুতরাং বাক্যটি passive voice-এ হবে। শূন্যস্থানের জন্য 'is spoken' হলো যথাযথ expression।
9417. '২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে'- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য?
টার্গেট ১-১
টার্গেট ১-২
টার্গেট ১-৩
টার্গেট ১-৪
9418. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও চীন
নেপাল ও চীন
পাকিস্তান ও চীন
ভারত ও পাকিস্তান
9419. 'Babul got his transcripts (send) to the university'.
has been sent
sending
had sent
sent
ব্যাখ্যা: Hints: Get-এর পর complement সাধারণত ব্যক্তিবাচক হলে এরপর verb-এর infinitive from বসে আর বস্তুবাচক complement হলে verb-এর p.p ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে যেহেতু transcripts বস্তুবাচক, সুতরাং এরপর verb-এর p.p sent বসবে।
9420. I opened the door as soon as I- the bell.
have heard
was hearing
heard
am heard