9466. But for your help, I (fail) in the examination. Which verb is correct?
ব্যাখ্যা: Hints: But for একটি idiom যার অর্থ ছাড়া বা ব্যতীত। Without অর্থও ছাড়া বা ব্যতীত। তবে But for হলো past indicator। অর্থাৎ এটি অতীতকালীন অবস্থা বুঝায়। তাই এর পরে past tense বসে। But for your help, I would have failed in the Examination- তোমার সাহায্য না থাকলে (ছাড়া) আমি পরীক্ষায় ফেল করতাম।