EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
9601. He advised me-smoking.
to give up
in giving up
from giving up
giving
ব্যাখ্যা: Hints: To give up something- কোনো কিছু বাক্যটির অর্থ দাঁড়ায়- সে আমাকে ধূমপান ত্যাগ ত্যাগ করা। এটি একটি Prepositional Phrase করার উপদেশ দিয়েছিল।
9602. নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
Facebook
Twitter
Instagram
Google
9603. I am sure he (pass) the examination.
passed
will pass
pass
will be passed
9605. Walk carefully lest-
you will fall
you would have fallen
you should stumble
you might lose the way
ব্যাখ্যা: Hints: বাক্যের প্রথম অংশে list ব্যবহৃত হলে, পরবর্তী অংশে Subject-এর পর should+ v₁ ব্যবহৃত হয়।
9606. নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
এটি Interpreter এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে
এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে
এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে
9607. নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪), এর সঠিক বাইনারি রূপ?
(111 101)2
(010 100)2
(111 100)2
(101 010)2
9608. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
পদাবলী
গীতগািেবন্দ
চর্যাপদ
চৈতন্যজীবনী
9609. I took a map with me, as I didn't want to my way on the journey.
Loose
loss
lose
lost
ব্যাখ্যা: Hints: Infinitive to + base form of verb 'lose' হচ্ছে সঠিক structure Lose অর্থ হারানো।
9610. কোনটি শুদ্ধ নয়?
যন্ত্রনা
শূদ্র
সহযািেগতা
স্বতঃস্ফূর্ত
9611. He talks as though-
he was a child
he is a child
he has been a child
he were a child
ব্যাখ্যা: Hints: As if/As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে Past Indefinite tense হয়। তবে এক্ষেত্রে be verb-টি সর্বদা were হবে। আর প্রথম অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Past Perfect Tense হয়।
9612. Rahim-to school regularly.
goes
go
going
gone
ব্যাখ্যা: Hints: নিয়মিত বা অভ্যাসগত সত্য বোঝাতে Present Indefinite Tense হয় এবং Present Indefinite Tense এর Subject যদি tinird person singular number হয় তাহলে terb এর সাথে s/es বসে।
9613. একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
Command-Line Interface
Graphical User Interface
Block User Interface
Tap User Interface
9614. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক্রীতদাসের হাসি
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
কান্নাপর্ব
প্রদোষে প্রাকৃতজন
9615. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বাংলা
সংস্কৃত
হিন্দি
অস্ট্রিক
9616. সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলুল করিম
প্রমথ চৌধুরী
মোহাম্মদ নাসির উদ্দিন
9617. I heard him-
cry
crying
cried
to cry
ব্যাখ্যা: [Note: Hear somebody/something + ing verb অথবা hear sombody/something+ infinitive without to হলো সঠিক ধারা। সুতরাং সঠিক উত্তর (ক) এবং (খ) উভয়ই।।
9618. বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
8
১২
১৬
9619. সঠিক বানান নয় কোনটি? aps.com
ধরণি
মুর্ছা
গুণ
প্রানী
9620. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
ভারত