Image
MCQ
9641. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ—
মার্টিন লুথার কিং
মাদার তেরেসা
প্রিন্সেস ডায়ানা
নেলসন ম্যান্ডেলা
9642. কে ম্যাগসেসে পুরস্কার বিজয়ী?
এঞ্জেলা গমেজ
অ্যাড. সুলতানা কামাল
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
9643. Which of the categories of Nobel Prize was not originally included in the will of Alfred Nobel?
Physics
Economic Science
Medical Science
Chemistry
9644. নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে?
5
6
7
8
9650. পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাগসাসে পুরস্কার ২০১২ প্রাপ্ত হন—
ড. হাসান মাহমুদ
ড. আইনুন নিশাত
সৈয়দা রেজোয়ানা হাসান
অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ
9651. নিচের কোন সংস্থাটি শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করে?
নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট
রয়েল সুইডিশ একাডেমি
অব সায়েন্স সুইডিশ একাডেমি
কোনোটিই নয়
9653. নিম্নের কোন মহিলা শান্তির জন্য সবার আগে নোবেল পুরস্কার পান?
আলভা মায়ার ডাল
অং সান সুচি
মাদার তেরেসা
শিরিন এবাদি
9655. নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয়?
সুইডেন
নরওয়ে
ডেনমার্ক
বেলজিয়াম
9656. মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কী?
চ্যারিটি অব মিশনারিজ
মিশনারিজ অব চ্যারিটি
মাদার তেরেসা প্রতিষ্ঠান
চ্যারিটি অব মাদার তেরেসা
9657. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
যুক্তরাষ্ট্র
সুইডেন
যুক্তরাজ্য
বেলজিয়াম
9658. সামাজিক নেতৃত্বের জন্য ১৯৯৯ সালের ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন?
ড. মুহাম্মদ ইউনুস
ফজলে হাসান আবেদ
এঞ্জেলা গোমেজ
শেখ হাসিনা
9659. 'ম্যাগসেসে' পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
সাহিত্য
বিজ্ঞান
অর্থনীতি
মানবকল্যাণ
9660. মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন?
কলকাতা
বৈরুত
কাবুল
বাগদাদ