EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10481. The word 'Domicile' means---
permanent residence of a person
immigrant
non-resident
foreigner
10482. 'Quorum' refers to-
number
maximum number
additional number
required number
ব্যাখ্যা: Hints: Quorum বলতে বোঝায় required number অর্থাৎ সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন সেই সংখ্যা।
10483. Which one of the following words means 'a cure for all diseases'?
exorcism
ineantation
panacea
antibiotic
10484. 'Itinerary' means---
plan of a journey
record of events
list of items to be discussed in a meeting
record of history
ব্যাখ্যা: Hints: 'Itinerary' অর্থ ভ্রমণ পরিকল্পনা plan of journey'
10485. 'যা দমন করা যায় না' এক কথায় হবে-
দুর্দমনীয়
দুর্দম
অদম্য
অসম্ভব
10486. শিখাড়া (Shikhara) কিসের অংশ?
হিন্দু মন্দির
বাংলা কুড়েঘর
মসজিদ
নৌকা
ব্যাখ্যা: শিখাড়া একটি সংস্কৃত শব্দ বা আক্ষরিক অর্থ পর্বত শিখর। এটি দ্বারা উত্তর ভারতের হিন্দু মন্দির স্থাপত্যের ক্রমবর্ধমান টাওয়ারকে বুঝায়।
10487. 'Lingua Franca' means---
French language
Translated version of a text
Latin Language
Common language
10488. 'Please don't disturb me'. Select the correct passive form of the sentence:
I should not be disturbed
Let not I disturbed
I might not be disturbed
I may not please be disturbed
ব্যাখ্যা: Please don't disturb me'- Active voice-টি Imperative sentence structure-এ রয়েছে। Imperative sentence যুক্ত বাক্যকে Active থেকে Passive করতে প্রথমে Sub + should+ not + be + মূল Verb এর Past Participle করতে হয়।
10489. 'A prodigy' is -
an extra-ordinary person
a common man
a wasteful person
a musician
ব্যাখ্যা: Hints: A prodigy হলো অসাধারণ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি অর্থাৎ an extra-ordinary person
10490. One who is the hater of women is a -.
imposter
somnambulist
misogynist
pilgrim
10491. 'The English' means-
The English language
The English people
The English culture
The English literature
10492. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে?
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
ব্যাখ্যা: আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
10493. Study of language is termed as-
Philosophy
Philology
Theology
Anthropology
10494. বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
৭টি
৯টি
৮টি
৬টি
ব্যাখ্যা: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। যথাক্রমে- ১ম-- (১৯৭৩-১৯৭৮) ২য়- (১৯৮০-১৯৮৫) (0888-DACS) -126 ৪র্থ- (১৯৯০-১৯৯৫) ৫ম- (১৯৯৭-২০০২) ৬ষ্ঠ- (২০১১-২০১৫) ৭ম-(২০১৬-২০২০) ৮ম- (২০২০-২০২৫)
10495. 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'-
নির্বাক
হতবাক
অভিজ্ঞ
কোনোটিই নয়
10496. The term 'Sub Judice' means--
judicial issue.
extra judicial matter.
judicial inquiry.
case still being considered by a law court.
10497. 'যে উপকারীর উপকার স্বীকার করে' এক কথায় কী হবে?
অকৃতার্থ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতজ্ঞ
10498. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
লুইজ গ্লিক
বব ডিলান
আবদুল রাজাক গুরনাহ
গুন্টার গ্রাস
ব্যাখ্যা: সুইডিশ একাডেমি আবদুল রাজাক গুরনাহ'র কৃতিত্ব হিসেবে বলছে, তার আপোসহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব ও শারণার্থী জীবনের দুঃখ-দুর্দশা। তিনি ১১৮তম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জিতলেন। ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আবদুল রাজাক গুরনাহ ষাটের দশকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান।
10499. 'যে বিষয়ে কোনো বিতর্ক / বিবাদ / বিরোধ নেই'-
অবিমৃষ্যকারী
অবিতর্ক
অবিমিশ্যকারী
অবিসংবাদী
10500. 'আপনাকে পণ্ডিত মনে করে যে' এক কথায় কি হবে?
অতিপণ্ডিত
মহাপণ্ডিত
পণ্ডিত নেতা
পণ্ডিতম্মন্য