10498. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
ব্যাখ্যা: সুইডিশ একাডেমি আবদুল রাজাক গুরনাহ'র কৃতিত্ব হিসেবে বলছে, তার আপোসহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব ও শারণার্থী জীবনের দুঃখ-দুর্দশা। তিনি ১১৮তম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জিতলেন। ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আবদুল রাজাক গুরনাহ ষাটের দশকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান।