EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10441. 'যে ভূমিতে ফসল জন্মায় না' এক কথায় কি হবে?
পতিত
বন্ধ্যা
অনুর্বর
ঊষর
10442. Select the meaning of the word 'stagflation'.
controlled prices
a disintegrating government
economic slow down
cultural dullness
ব্যাখ্যা: Hints: Stagflation (যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না) শব্দটি দ্বারা cconomic slote down (অর্থনৈতিক মন্দা অবস্থা)-এর অর্থ প্রকাশ করে।
10443. এক কথায় প্রকাশ করুন: 'দ্বারে থাকে যে'-
দ্বাররক্ষী
দৌবারিক
দ্বারিকা
দারোয়ান
10444. 'Deciduous' trees are trees those-
have fleshy leaves
have delicious leaves
are extremely big
lose the leaves annually
ব্যাখ্যা: Hints: Deciduous trees হলো সেসব গাছ যেগুলোর প্রতিবছর (বিশেষত হেমন্তকালে) পাতা ঝরে যায় অর্থাৎ lose the leaves annually
10445. The science of teaching is called-
Phonetics
Pedagogy
Ethics
Biology
10446. The word 'contents' is associated with:
A book
a cinema
a computer
a shirt
ব্যাখ্যা: Hints: Contents গদ্যটির অর্থ কই কিংবা সাময়িকপত্রের সুচিপত্র। অর্থাৎ শব্দটি একটি বইয়ের সাথে সম্পৃক্ত।
10447. The English' refers to-
the English language
the English territory
the English society
the people of England
ব্যাখ্যা: Hints: English শব্দটি ইংরেজি ভাষা নির্দেশ করে কিন্তু এর পূর্বে article 'the' ব্যবহৃত হলে ইংরেজ জাতি বা the people of England কে নির্দেশ করে।
10448. A 'sceptic' is one who-
is considered to be strange or unusual.
always expects bad things to happen.
believes that people are motivated purely by self-interest.
has doubts about things that other people believe.
10449. Having two possible meanings and not very clear is called-
ambiguous
amphibious
anonymous
confiscate
ব্যাখ্যা: Hints: দুটি সম্ভাব্য অর্থ থাকা এবং অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্টকে বলা হয় ambiguous (দ্ব্যর্থক)। Amphibious অর্থ উভচর, anonymous অর্থ নামহীন বা অপ্রকাশিত নাম আর confiscate অর্থ বাজেয়াপ্ত করা।
10450. 'শত্রুকে দমন করে যে' এক কথায় প্রকাশ করুন।
শত্রুঘ্ন
অরিন্দম
শত্রুহন্তা
কৃতঘ্ন
10451. A person whose age is in the eighties is called a/an-.
80-year-old
Quadragenarian
octogenarian
eightish
10452. A person whose head is in the clouds is-
proud
a day dreamer
an aviator
useless
ব্যাখ্যা: Hints: A person cohose head is in the clouds হলো a day dreamer (আকাশকুসুম কল্পনাকারী বাক্তি বা দিবাস্বপ্ন দেখা ব্যক্তি)।
10453. 'মৃত্তিকা দিয়ে তৈরি'- কথাটি সংকোচন করলে হবে-
তন্ময়
মন্ময়
মৃন্ময়
চিন্ময়
10454. If you write about your father's life, you are writing:
diary
an autobiography
a biography
a chronicle
ব্যাখ্যা: Hints: যদি তুমি তোমার পিতার জীবন সম্পক লিখ্যে তাহলে তুমি যেটা লিখছ সেটা হলো biography (জীবন ইতিহাস, জীবনী)। Diary অর্থ দিনলিপি, ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি, autobiography অর্থ আত্মজীবনী আর chronicle অর্থ কালানুক্রমিক ঘটনাপঞ্জি।
10455. Mrs. Ahmed is very much careful about her three children and does not allow them to make sound even at play time. What should she be called?
possessive
oafish
gingerly
vindictive
ব্যাখ্যা: Hints: মিসেস আহমেদ তার তিন ছেলেমেয়ে নিয়ে খুবই সতর্ক এবং তিনি খেলার সময় তাদের গোলমাল বা শব্দ করতে দেন না। সুতরাং তাকে বলা যেতে পারে gingerly (সতর্ক)।
10456. Who is a netizen?
one who uses the internet
a bad citizen
one who is not a citizen of a country.
a citizen of Nottingham
ব্যাখ্যা: Hints: Netizen হলো এমন ব্যক্তি, যিনি ইন্টারনেট ব্যবহার করেন বা যিনি ইন্টারনেটে পর্যাপ্ত সময় দেন।
10457. A speech full of too many words is-
A big speech
An unimportant speech
Maiden speech
A verbose speech
10458. 'যা হবে' বাক্যটি সংকোচন করলে হবে-
ভাবি
অবশ্য
ভাবী
অবশ্যম্ভাবী
10459. 'যার আকার কুৎসিত' এক কথায় প্রকাশ করুন।
কুশ্রী
বিশ্রী
কদর্য
কদাকার
10460. 'হাতির বাসস্থান'-
গজগৃহ
হস্তিগৃহ
পিলখানা
গজনীড়